Top

চট্টগ্রামে করোনা সংক্রমণ হার ১৪ শতাংশ ছাড়িয়েছে

১৪ জানুয়ারি, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ
চট্টগ্রামে করোনা সংক্রমণ হার ১৪ শতাংশ ছাড়িয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। যে হারে শনাক্ত বাড়ছে, তাতে খুব বেশি সময় লাগবে না দৈনিক শনাক্ত হাজারে পৌঁছাতে। গত ২৪ ঘণ্টায় ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ২৬৩ এবং উপজেলায় ৩৩ জন। সংক্রমণ হার ১৪ দশমিক ৫২ শতাংশ।

চট্টগ্রামে নতুন বছরের প্রথম দিনে (১ জানুয়ারি) ৯ জনের করোনা শনাক্ত হয়। ১৩ জানুয়ারি শনাক্ত হয়েছে ২৬০ জনের। সংক্রমণ বৃদ্ধির হারও উদ্বেগজনক। ১ জানুয়ারি ১ হাজার ৪৮৯টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৯ জনের। শনাক্তের হার ০.৬০ শতাংশ। ১১ দিনের ব্যবধানে (১২ জানুয়ারি) শনাক্তের হার বেড়ে দাঁড়ায় প্রায় সাড়ে ১২ শতাংশ। ১ হাজার ৭৯০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ২২২ জনের। শনাক্তের হার ১২.৪০ শতাংশ। পরদিন (১৩ জানুয়ারি) শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৬০ জনে। শনাক্তের হারও ১০ শতাংশের বেশি। মানুষের উদাসীনতা ও অবহেলায় সংক্রমণ বাড়ছে।

চিকিৎসকরা বলছেন, করোনার উপসর্গ হিসেবে সামান্য জ্বর-সর্দি দেখা দিচ্ছে। যা ৩/৪ দিনের ব্যবধানে আবার সেরে যাচ্ছে। এ ধরনের মৃদু উপসর্গ থাকলেও অনেকেই নমুনা পরীক্ষা করাচ্ছেন না। তারা এটিকে স্বাভাবিক সর্দি-জ্বর মনে করছেন। তবে যারা করোনা টেস্ট করাচ্ছেন, তাদের বেশির ভাগেরই করোনা পজিটিভ পাওয়া যাচ্ছে। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়লে শনাক্তের সংখ্যাও আরও বাড়বে।

শুক্রবার (১৪ জানুয়ারি) জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১৩টি ল্যাবে ২ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত চট্টগ্রামে সর্বমোট ১ লাখ ৪ হাজার ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে নগরীর ৭৫ হাজার ৬১৪ জন এবং উপজেলার ২৮ হাজার ৫৭৪ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩০ জনের নমুনা পরীক্ষায় ১২ জন, বিআইটিআইডি. ল্যাবে ৩২৭ জনের নমুনা পরীক্ষায় ৩২ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষায় ৫২ জন এবং জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৪৩ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়।

ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৯৮ জনের নমুনা পরীক্ষায় ৪০ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৩৩৮ জনের নমুনা পরীক্ষায় ৩০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৫১ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১২৮ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১০৯ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জন, ল্যাব এইডে ৮ জনের নমুনা পরীক্ষায় ৪ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৩৯ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষায় ১২ জন এবং বিমানবন্দরে ১৮১ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেয়ার