স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, সংক্রমণের তীব্রতা বেড়েই চলেছে। সরকার লকডাউনের পক্ষে নয়। এগারো বিধি নিষেধ না মানা হলে দেশে ভয়াবহতা বাড়ার আশংকা রয়েছে । লকডাউন দিলে দেশের অর্থনীতি ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই আপাতত লকডাউন দেয়া হচ্ছে না।
করোনা নিয়ন্ত্রণে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ইতোমধ্যে সত্তর লক্ষ ছাত্র ছাত্রীকে টিকা দেয়া সম্পন্ন হয়েছে। আমাদের লক্ষ রয়েছে এক কোটি বিশ পচিশ লক্ষ ছাত্র ছাত্রীদের টিকা দেয়া। এ মাসেই আমাদের টিকা দেয়া সম্পন্ন হবে। যারা এখনো টিকা নেন নাই। আমাদের মা বোনদের, বয়স্কদের সকলেরই উচিত তাড়াতাড়ি টিকা নেয়া। টিকা নিলে আপনারা সুরক্ষিত থাকবেন, মৃত্যু ঝুঁকি কমে যাবে। আর মাস্ক পড়বেন। মনে রাখবেন টিকা সংক্রমণ ঠেকাতে পারেনা ঠিকই কিন্তু মাস্ক পারে। তাই মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে।
শনিবার মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে কিডনি রোগীদের চিকিৎসার জন্য তিন বেডের ডায়ালাইসিস মেশিন স্থাপন ও সিটি স্ক্যান মেশিন সেবা প্রদানের উদ্বোধন অনুষ্ঠান শেষে বক্তব্য কালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের আরও বলেন, দেশের প্রত্যেকটা সদর হাসপাতালে দশ বেডের কিডনি ডায়ালাইসিস ব্যবস্থার প্রস্ততি রয়েছে সরকারের। এছাড়াও নব নির্মিত কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালেও ক্যানসার ও কিডনি রোগীদের চিকিৎসা সেবার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, এমন একটা সময় ছিলো যখন মানিকগঞ্জ বাসিকে সিটি স্ক্যান করানোর জন্য ঢাকা যেতে হতো। আজ থেকে আর সেই সমস্যা রইলো না। এখন থেকে হাতের কাছেই সিটি স্ক্যানের সেবা পেয়ে থাকবেন।
করোনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বানিজ্যমেলাসহ অনেকস্থানেই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এটা খুবই উদ্বেগজনক। নিজের জন্য, দেশের জন্য স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পড়ার কোনো বিকল্প নাই। মাস্ক পড়তে হবে যাতে আমরা সংক্রমিত না হই।
আপনারা জানেন কোভিড খুবই উর্ধমুখী। গতকালও প্রায় চার হাজার ৪০০ লোক আক্রান্ত হয়েছেন এবং সংক্রমণের হার ১৩ শতাংশের বেশি ছাড়িয়ে গেছে। প্রতিদিনই এই সংক্রমণের হার দুই -তিন শতাংশ বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায আমাদের সবাইকে মাস্ক পড়তে হবে, সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। সবাইকে টিকা নিতে হবে। আমাদের টিকার কোন ঘাটতি নেই। ইতিমধ্যে সোয়া চৌদ্দ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে।
জাহিদ মালেক বলেন, আপনারা জানেন বিশ্বজুড়ে ওমিক্রন সাংঘাতিভাবে বৃদ্ধি পাচ্ছে। গতকালও সারাবিশ্বে ৩২ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং ৭ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। তাদের অর্থনীতি অবস্থা খাবার হয়ে পড়ছে। আমরা এটা চাই না, আমরা আমাদের দেশের অর্থনীতি সচল ও জীবন ব্যবস্থা ভালো রাখতে চাই।
বক্তব্যকালে সমীক্ষার উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, প্রতিদিন আড়াই হাজার করোনা আক্রান্ত রোগী হয়, সেখানে ৩০০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। এরমধ্যে শতকরা একভাগ লোকের আইসিইউ প্রয়োজন হচ্ছে। এই মুহুর্তে এটিও আশংকাজনক। এই ভাবে সংক্রমন ও রোগী বাড়তে থাকলে হাসপাতাল গুলোতে জায়গা থাকবে না। কাজেই আমাদের সতর্ক হতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির, জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, কর্ণেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আরশ্বাদ উল্লাহ, সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম হোসেন বিপ্লব, মানিকগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।