Top

অবৈধ অস্ত্র উদ্ধার ও খুনী-দোসদের গ্রেপ্তারের দাবিতে এবি পার্টির অবস্থান কর্মসূচি

০৫ নভেম্বর, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ
অবৈধ অস্ত্র উদ্ধার ও খুনী-দোসদের গ্রেপ্তারের দাবিতে এবি পার্টির অবস্থান কর্মসূচি
জেলা প্রতিনিধি :

এম ইউসুফ আলী সওদাগর ‘ফেনী:অবৈধ অস্ত্র উদ্ধার ও খুনি-দোসদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালন করছেন ফেনী জেলা এবি পার্টি।

মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকালে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই অবস্থান কর্মসূচি পালিত হয়৷

ফেনী জেলা এবি পার্টির আহবায়ক মাস্টার আহসান উল্লাহ’র সভাপতিত্বে সদস্য সচিব প্রভাষক ফজলুল হকের সঞ্চালনায় উক্ত কর্মসূচি থেকে ১৩ দফা দাবি পেশ করা হয়৷

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় নেতা প্রকৌশলী শাহ আলম বাদল৷ আরও বক্তব্য রাখেন এবি পার্টির ফেনী জেলা যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন বাহার, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক সাহাদাত সাজু, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, প্রচার সম্পাদক হাবিব মিয়াজী, ফেনী সদর শাখা আহ্বায়ক শাহাদাত হোসেন ভূঞা, সদর যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল ইসলাম, ফেনী পৌর সদস্য সচিব প্রভাষক রিজওয়ানুল খায়ের, সোনাগাজী উপজেলা আহবায়ক প্রভাষক রহমত উল্লাহ, সদস্য সচিব ওয়াসিউর রহমান খসরু, নারী নেত্রী জাহানারা আক্তার মনি, জোহরা আক্তার ডলি, জেলা যুব পার্টির আহবায়ক সফিউল্লাহ পারভেজ, যুগ্ম আহবায়ক নাফিজ ইমতিয়াজ, সদস্য সচিব ইব্রাহীম সোহাগ, ছাগলনাইয়া নেতা জহিরুল আলম মজুমদার, জিয়াউল করিম তালুকদার প্রমুখ৷

ঘোষিত ১৩ দফা দাবিগুলো হলো-

* লগি বৈঠা হত্যাকাণ্ড, বিডিয়ার হত্যাকাণ্ডসহ বিগত ১৬ বছরে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে৷

* গণতন্ত্র উচ্ছেদ, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস, রাজনৈতিক সাংস্কৃতি কলুষিত করার জন্য হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে৷

* ফ্যাসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অন্তত তিনটি জাতীয় নির্বাচনে নিষিদ্ধ করতে হবে৷

* বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে সংগঠিত প্রতিটি গুম, খুনের বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে৷

* আইন, বিচার ও গণমাধ্যমকে একচ্ছত্র নিয়ন্ত্রণের জন্য আওয়ামী গুণ্ডাদের বিচার করতে হবে৷

* ২০২৪ এর জুলাই আগস্টে আওয়ামী গুণ্ডা ও ফ্যাসিবাদী পুলিশ কর্তৃক হামলা, খুন, হতাহতের প্রতিটি ঘটনার বিচার করতে হবে মানবতা বিরোধী অপরাধ আইনে৷

* ২০২৪ এর জুলাই আগস্টে হতাহতদের পরিবারকে সরকার কর্তৃক যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে৷

* ৪ আগস্ট ফেনীর মহিপালে সংঘঠিত হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড খুনি নিজাম হাজারী, স্বপন মিয়াজীসহ সকল আওয়ামী ক্যাডারকে দ্রুত গ্রেপ্তার ও বিচার করতে হবে৷

* বিভিন্ন রাস্তাঘাট ও স্থাপনার নাম থেকে ফ্যাসিবাদী খুনিদের নাম সরিয়ে জুলাই বিপ্লবে নিহতদের নামে নামকরণ করতে হবে৷

* আওয়ামী খুনিদের ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে৷

* মন্ত্রণালয় থেকে তৃণমূল পর্যন্ত প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঘাঁপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদেরকে পদচ্যুত করে সেসব পদে দ্রুত জনবল নিয়োগ দিতে হবে৷

* রাজনৈতিক ফ্যাসিবাদের উৎপত্তিস্থল ১৯৭২ এর সংবিধান বাতিল করে দ্রুত গণপরিষদ গঠন করে ২৪ এর জুলাইয়ের চেতনার আলোকে বৈষম্যহীন সংবিধান রচনা করতে হবে৷

* জুলাই অভ্যুত্থানের চেতনার আলোকে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে৷

বিএইচ

শেয়ার