Top

মেসিকে পেছনে ফেলে শতাব্দী সেরা ফুটবলার রোনালদো

২৮ ডিসেম্বর, ২০২০ ১২:১৮ অপরাহ্ণ
মেসিকে পেছনে ফেলে শতাব্দী সেরা ফুটবলার রোনালদো
স্পোর্টস ডেস্ক :

প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে হারিয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডের একুশ শতকের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২১ শতকে ইউরোপে ক্রিস্টিয়ানো রোনালদোর থেকে বেশি গোল করতে পারেনি কেউই আর কেউই তাঁর থেকে বেশি ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি। তবে তাঁর পাশাপাশি বিশ্বসের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে বারবার প্রমাণ করেছেন লিওনেল মেসি। তাই তো দুবাই গ্লোব সকার কর্তৃক প্রদান করা শতাব্দী সেরা খেলোয়াড়ের পুরস্কার কে পাবে তা নিয়ে চলেছে বেশ আলোচনা সমালোচনা। অবশেষে রোববার (২৭ ডিসেম্বর) ক্রিস্টিয়ানো রোনালদোকে এই শতকের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়। এছাড়াও রিয়াল মাদ্রিদ এই শতাব্দির সেরা ক্লাবের তকমাও লাভ করে।

২০০১ সাল থেকে শুরু করে ২০২০ সাল এই সময় পর্যন্ত খেলা খেলোয়াড়দের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো সেরা খেলোয়াড়ের তালিকায় শীর্ষে। তারপরে দুইয়ে আছেন লিওনেল মেসি আর তিনে লিভারপুলের মোহাম্মদ সালাহ। রোনালদো এই সময়ে জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা, এছাড়া দুটি করে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ। নামের পাশে আছে একটি ইউয়েফা ইউরো আর একটি ইউয়েফা নেশনস লিগ।

গ্লোব সকারের শতাব্দী সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের পর রোনালদো বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ, যারা আমার জন্য ভোট দিয়েছেন, আমার পরিবার, আমার মা এবং বোনকেও অনেক ধন্যবাদ। এটা আমার জন্য খুবই বড় একটি সম্মাননা। এই পুরস্কার থেকে প্রেরণা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। সেরা খেলোয়াড় ঘোষিত হয়ে আমি অনেক সম্মানিতবোধ করছি। আশা করছি মহামারির সময়টা সামনের বছর কেটে যাবে যাতে করে আমরা আরও আনন্দ করতে পারি।’

রোনালদো আরও বলেন, ‘আমি মনে করি আরও কয়েক বছর আমি এখানেই খেলতে পারবো।’

শতাব্দির সেরা খেলোয়াড় ছাড়াও দুবাই গ্লোব সকার শতাব্দির সেরা ক্লাবের নামও ঘোষণা করেছে। এই শতাব্দির সেরা ক্লাবের পুরস্কার জিতেছে চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন এবং রেকর্ড ৩৪ বারের স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর চলতি বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রবার্ট লেভান্ডোফস্কি। চলতি বছরের সেরা কোচের পুরস্কার হান্সি ফ্লিকের। আর শতাব্দির সেরা কোচের পুরস্কার বাগিয়ে নিয়েছেন পেপ গার্দিওলা।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার