Top
সর্বশেষ
ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১৩৭০ জনের শনাক্ত ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ৩ টি নতুন প্রোডাক্ট উদ্বোধন আরব আমিরাতকে পেছনে ফেলে রেমিট্যান্স আহরণে শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র আরও ৩০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল মাওলানা সাদকে দেশে আসতে দিলে সরকারকে পালাতে হবে সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘরের সন্ধান পাওয়া গেছে: গুম কমিশন প্রধান পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তে হাইকোর্টের রুল সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা তৃতীয়

দেশে প্রথমবারের মতো এলো জনসনের ভ্যাকসিন

২০ জানুয়ারি, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ
দেশে প্রথমবারের মতো এলো জনসনের ভ্যাকসিন

দেশে প্রথমবারের মতো এলো জনসনের তিন লাখ ৩৭ হাজার ৫০০ ডোজ করোনা ভ্যাকসিন। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের মাধ্যমে এই ভ্যাকসিন পেল বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সরকারি সাহায্য সংস্থা ইউএসএইড তাদের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

ইউএসএইড জানায়, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে জনসন অ্যান্ড জনসনের ৩ লাখ ৩৭ হাজার ৩৫০ ডোজ টিকা অনুদান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই অনুদানসহ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেওয়া টিকার পরিমাণ ২৮ দশমিক ছয় মিলিয়নের বেশি ছাড়িয়েছে।

জানা গেছে, করোনাভাইরাসের অতি-সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনে হাসপাতালে ভর্তি ঠেকাতে জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ ৮৫ শতাংশ কার্যকর। জনসনের বুস্টার ডোজ নেওয়ার পর এক থেকে দুই মাস পর্যন্ত এই সুরক্ষা পাওয়া যায় বলে দক্ষিণ আফ্রিকার এক গবেষণায় উঠে এসেছে।

পরিবহন এবং প্রয়োগের সুবিধার কারণে জনসনের টিকা অনেকের পছন্দের। এছাড়া এই টিকার মাত্র একটি ডোজ প্রয়োগ করতে হয়; যা প্রত্যন্ত গ্রামীণ এলাকাতেও সহজেই পরিবহন এবং প্রয়োগ করা যায়।

শেয়ার