Top
সর্বশেষ

যমুনা টিভির সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রূপগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা

২৩ জানুয়ারি, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ
যমুনা টিভির সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রূপগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা
মোঃ সাজেদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিতব্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সংবাদ সংগ্রহ শেষে ঢাকা যাবার পথে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আলামিন হক অহনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন।

রবিবার সকালে উপজেলার মঠেরঘাটস্থ রূপগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকরা এ প্রতিবাদ সভা করেন।

রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কলামিস্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার (ইনকিলাব), সিনিয়র সাংবাদিক ছাত্তার আলী সোহেল (রূপকন্ঠ) , সুশীল সরকার (কালবেলা) , সিনিয়র সহ সভাপতি এ হাই মিলন (যুগান্তর), নজরুল ইসলাম (ভোরের কাগজ), জিএম সহিদ (এশিয়ান টিভি), আহমেদ রাসেল (নিউ এইজ) আশিকুর রহমান হান্নান (জিটিভি) এস.এম শাহাদাত (কালের কন্ঠ) জাহাঙ্গীর আলম হানিফ (বাংলাদেশ প্রতিদিন), মাহবুব আলম প্রিয় (খোলা কাগজ), সাইফুল ইসলাম (নয়া শতাব্দী), জিয়াউর রাসেদ (সমকাল), আতাউর রহমান সানী (দেশ রূপান্তর), জাহাঙ্গীর মাহমুদ (ভোরের আকাশ), আনিছুর রহমান (সকালের সময় ), মাকসুদুল হোসেন তুষার (ক্যামেরা ম্যান নিউজ ২৪) প্রমূখ।

এর আগে শনিবার ( ২২ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে উপজেলার কাঞ্চন সেতুর পশ্চিমপাড় ব্রাক্ষ্মণখালী এলাকায় এলে গাড়ীর সাইড নিয়ে বিতর্কের জেরে যমুনার টিভির সাংবাদিকের উপর হামলা করে। পরে ওই ঘটনায় থানায় মামলার রুজুর হওয়ার আধা ঘণ্টার মধ্যে পুলিশ হামলার প্রধান আসামি আমির হোসেন বাবুকে গ্রেফতার করে।

প্রতিবাদ সভার কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম বলেন, সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নে আমরা কাউকে ছাড় দেবো না। সংশ্লিষ্ট যমুনা টিভির সাংবাদিক আল আমিনসহ রূপগঞ্জের সাংবাদিক কিংবা অন্য জেলার সাংবাদিকরা সবাই সবার অবস্থানে নিরাপদ থাকবে সরকারের কাছে সেই পরিবেশ দাবী করছি। অতীতে যত সাংবাদিকদের উপর হামলা হয়েছে,হত্যা করা করেছে তাদের দ্রুত বিচার দাবী করছি।

শেয়ার