Top
সর্বশেষ
২০২৪ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা ৫৬৩৪ কোটি টাকা সাত দেশ থেকে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ পড়েন: জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব: প্রধান উপদেষ্টা চরম সংকটেও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খরচ বিলাস তাপমাত্রা আরও কমে শীত তীব্র হওয়ার সম্ভাবনা দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ, খসড়া তালিকা প্রকাশ ইসরায়েলি বর্বরতা: ৬ শতাংশ কমেছে গাজার জনসংখ্যা মন্টিনিগ্রোতে রেস্তোরাঁয় গোলাগুলি, শিশুসহ নিহত ১০ মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ১০৫ অবৈধ অভিবাসী আটক

৮০ দিনে তিনটি ভালো কাজ করেছে সরকার: মান্না

২৮ অক্টোবর, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ
৮০ দিনে তিনটি ভালো কাজ করেছে সরকার: মান্না
নিজস্ব প্রতিবেদক :

অন্তর্বর্তীকালীন সরকার গত ৮০ দিনে তিনটি ভালো কাজ করেছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সোমবার (২৮ অক্টোবর) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মান্না বলেন, ৮০ দিনে এ সরকার তিনটি ভালো কাজ করেছে। রেমিট্যান্সের সংকট নিরসনে কাজ করে দেশের অর্থনীতি যেন ঘুরে দাড়াতে পারে সে ব্যবস্থা করেছে। তিন বিলিয়ন ডলারের মতো বাংলাদেশ ব্যাংকের ঋণ শোধ করতে পেরেছে এবং দুবাইতে যারা আটক ছিলেন ড. ইউনূস এক ফোনকল দিয়ে তাদের মুক্ত করতে পেরেছেন।

তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থার সংস্কার দরকার। মানুষ যেন নিজেদের পছন্দমতো ভোট দেয়। সরকারের প্রথম কাজ থাকবে দ্রুততার সাথে নির্বাচন দেয়া। এতে যত সময় লাগবে সব দলের সে সময়টুকু এ সরকারকে দেয়া দরকার।

মান্না বলেন, পুলিশের মধ্যে এখনও ঘুষ লেনদেন চলে। এগুলো এখনও সরকার বন্ধ করতে পারেনি।

তিনি আরও বলেন, এ সরকার ধান্দাবাজ, ক্ষমতায় থাকতে চায়, এমনটা আমি মনে করি না। ভোটের রোডম্যাপ তৈরি করতে হবে। যতদিন পর্যন্ত নির্বাচন না হয় রাজনৈতিক দলগুলোকে ধৈর্য্য ধরতে হবে।

রাষ্ট্রপতিকে হটানোর বিষয়ে ছাত্রদের মুভমেন্টগুলো খুব ভালো ম্যাসেজ দেয় না বলেও মন্তব্য করেন মান্না।

বিএইচ

শেয়ার