ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দলের নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্বভার গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলে অনুষ্ঠিত সাদা দল কেন্দ্রীয় কমিটির সভায় এ দায়িত্ব গ্রহণ করেন তারা।
এ সময় সাদা দলের বিভিন্ন ইউনিটের আহ্বায়ক ও সিনিয়র প্রতিনিধিদের উপস্থিতিতে সাদা দলের নবনির্বাচিত আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় বিভিন্ন ইউনিটের শিক্ষক নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।
এম জি