Top

মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ১০৫ অবৈধ অভিবাসী আটক

০২ জানুয়ারি, ২০২৫ ৯:৪৮ পূর্বাহ্ণ
মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ১০৫ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ দেশটির জোহর রাজ্যে বাংলাদেশিসহ ১০৫ অভিবাসীকে আটক করেছে। রাজ্যের মাসাইয়ের একটি নির্মাণ বিল্ডিংয়ের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়া গ্যাজেটের এক খবরে বলা হয়েছে, ১ জানুয়ারি জোহর রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, নববর্ষের গভীর রাতে অভিযান চালানো হয়।

অভিযানে মোট ৪৫৪ বিদেশি এবং স্থানীয় নাগরিকদের কাগজপত্র পরীক্ষার পর তাদের মধ্য থেকে ১০৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

আটকদের মধ্যে ২০ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং চারজন নারী, ১৬ জন মিয়ানমারের পুরুষ, একজন পাকিস্তানি পুরুষ এবং ৬৪ জন বাংলাদেশের নাগরিক রয়েছেন। আটকদের বয়স ২০ থেকে ৫৬ বছরের মধ্যে। তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা নিতে আটকদের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

মোহাম্মাদ রুসদি বলেছেন, অভিবাসন আইন ও প্রবিধানের অধীনে অপরাধকারী বিদেশিদের বিরুদ্ধে প্রয়োগ জোরদার করা অব্যাহত থাকবে এবং নিয়োগকর্তা, প্রাঙ্গণের মালিক অবৈধ অভিবাসীদের সুরক্ষা দেওয়া ব্যক্তিদের সঙ্গে আপস করবে না বলে জানান তিনি।

এনজে

শেয়ার