Top

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল

০২ জানুয়ারি, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা থাকছে না বলে জানিয়েছেন উপাচার্য সালেহ্ হাসান নকীব। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত পৌনে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এই ঘোষণা দেন তিনি।

হাসান নকীব বলেন, আমি যতসময় উপাচার্য আছি, তত সময় পোষ্য কোটা থাকবে না। পরে কি হবে, সেটা আমি বলতে পারছি না। এ বিষয়ে প্রক্রিয়া অনুসরণ করে ফাইনাল ঘোষণা আসবে।

এদিকে পোষ্য কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভবনে তালা দিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এই অবস্থায় রাত সোয়া আটটায় ক্যাম্পাসে পুলিশ বহনকারী একটি গাড়ি প্রবেশ করে। পুলিশের গাড়ি দেখে শিক্ষার্থীরা ধাওয়া দিলে গাড়িটি দ্রুত ক্যাম্পাস ত্যাগ করেন।

এদিন সোয়া আটটার পরে পুলিশ বহনকারী একটি গাড়ি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ক্যাম্পাসে প্রবেশ করলে পুলিশের গাড়ি দেখে আন্দোলনকারীরা গাড়ির দিকে ছুটে যেতে থাকেন। এসময় গাড়িটি পিছু হঠতে থাকলে আন্দোলনকারীরা ধাওয়া দিতে থাকেন। একপর্যায়ে তড়িঘড়ি করে গাড়িটি ক্যাম্পাস ত্যাগ করেন।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সব ধরনের পোষ্য কোটা বাতিল না হলে রোববার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেল ৪টায় শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।

বিএইচ

শেয়ার