Top
সর্বশেষ

রাজবাড়ীতে ৪২ জনের করোনা শনাক্ত

২৩ জানুয়ারি, ২০২২ ৭:১০ অপরাহ্ণ
রাজবাড়ীতে ৪২ জনের করোনা শনাক্ত
রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ জন। এ তথ্য রোববার (২৩ জানুয়ারী) নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে মতে , শনিবার ও রোববার মোট ১২২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

আক্রান্তের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ২৪ জন। বালিয়াকান্দিতে কেউ শনাক্ত হয়নি। এছাড়া পাংশায় ৯ জন, গোয়ালন্দে ৭ ও কালুখালীতে দুজন আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত জেলায় কোভিড রোগীর সংখ্যা ১০ হাজার ৬৭৭ জন। এর মধ্যে সদর উপজেলায় ৫ হাজার ৩১৫ জন, পাংশাতে দুই হাজার ৬২৭, কালুখালীতে ৭৯৩, বালিয়াকান্দিতে ৭৯৭ এবং গোয়ালন্দ উপজেলায় এক হাজার ১৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ হাজার ৫০২ জন। এর মধ্যে সদর উপজেলায় পাঁচ হাজার ২০৮ জন, পাংশায় দুই হাজার ৫৯৩, কালুখালীতে ৭৮৬, বালিয়াকান্দিতে ৭৯১ এবং গোয়ালন্দে এক হাজার ১২৪ জন সুস্থ হয়েছেন।

করোনায় জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জন। এর মধ্যে সদর উপজেলায় ৪১ জন, পাংশায় ২০, কালুখালীতে পাঁচ, বালিয়াকান্দিতে তিন এবং গোয়ালন্দে তিনজন মারা গেছেন।

শেয়ার