Top
সর্বশেষ

বগুড়ায় ছাত্রদলের প্রতীকী অনশনে ছাত্রলীগের হামলা

২৫ জানুয়ারি, ২০২২ ৬:৩৯ অপরাহ্ণ
বগুড়ায় ছাত্রদলের প্রতীকী অনশনে ছাত্রলীগের হামলা
আকতারুজ্জামান, বগুড়া :

বগুড়ায় ছাত্রদলের প্রতীকী অনশন কর্মসূচিতে ছাত্রলীগের হামলা ও পুলিশের লাঠিচার্জে ছাত্রদলের নেতাকর্মীরা আহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে এ হামলার ঘটনা ঘটে। আহত ছাত্রদলের নেতাকর্মীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা সংসদের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবীর প্রতি সংহতি জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ছাত্রদলের উদ্যোগে প্রতীকী অনশন কর্মসূচি ঘোষনা করা হয়। সে মোতাবেক সকাল ৯টা থেকে প্রতিকী অনশন শুরু হয়। দুপুর সোয়া ১টার দিকে জেলা ছাত্রলীগের বিলুপ্ত নিবার্হী কমিটির সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ছাত্রলীগ নেতাকর্মী অনশন কর্মসূচিতে হামলা চালায়।

এসময় তারা পুলিশের উপস্থিতিতে ছাত্রদল নেকার্মীদের লক্ষ্য ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় কয়েকজনের হাতে লাটিসোটা ছিল। এসময় ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী হামলাকারীদেরকে ধ্ওায়া করে সাতমাথায় নিয়ে যায়। এসময় পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদেরকে ধাওয়া করে নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ে নিয়ে যায়। তখন পুলিশের লাঠিচার্জে জেলা ছাত্রদলের সহসাধারন সম্পাদক সামিউল সাদাত সুজন, সহসাংগাঠনিক সম্পাদক উজ্জল হোসেন , উপজেলা ছাত্রদল নেতা আল আমিন, স্বাধীন আহত হয়। পুলিশী পাহারায় ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের উপর এ হামলা চালায়।

জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেছেন, ছাত্রলীগ কোন হামলা করেনি। খোকন পার্ক সংলগ্ন নেসকো অফিসের গেটে আমিসহ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী চা পান করতে দেখে ছাত্রদলের সভাপতি আবু হাসান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর বক্তব্য দেয় এবং আমাদেরকে ধাওয়া করে। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে পাল্টা ধাওয়া দেয়।

বগুড়া সদর থানার সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তাজমিলুর রহমান বলেন, দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার