Top
সর্বশেষ
ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১৩৭০ জনের শনাক্ত ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ৩ টি নতুন প্রোডাক্ট উদ্বোধন আরব আমিরাতকে পেছনে ফেলে রেমিট্যান্স আহরণে শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র আরও ৩০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল মাওলানা সাদকে দেশে আসতে দিলে সরকারকে পালাতে হবে সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘরের সন্ধান পাওয়া গেছে: গুম কমিশন প্রধান পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তে হাইকোর্টের রুল সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা তৃতীয়

জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক পীর হাবিবের দ্বিতীয় জানাজা

০৬ ফেব্রুয়ারি, ২০২২ ২:২৬ অপরাহ্ণ
জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক পীর হাবিবের দ্বিতীয় জানাজা

জ্যেষ্ঠ সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের দ্বিতীয় নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) বাদ এশা রাজধানীর উত্তরা ৪ নং সেক্টর পার্ক জামে মসজিদে এই জানাজা সম্পন্ন হয়।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় এই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মনঞ্জুরুল আহসান বুলবুলসহ সাংবাদিক নেতারা।

এসময় জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, ‘আমাদের প্রিয় মানুষকে আনুষ্ঠানিক বিদায় জানাচ্ছি ঠিকই। কিন্তু পীর হাবিব ভাই আমাদের মনে থাকবেন। তিনি সাহসী মানুষ ছিলেন। একজন সাহসী সাংবাদিক ছিলেন। তিনি তার লেখনীতে বেঁচে থাকবেন। আমরা তার অপ্রকাশিত লেখাগুলো প্রকাশের ব্যবস্থা করবো।’

পীর হাবিবুর রহমানের ছেলে ব্যারিস্টার আনাফ ফাহিম অন্তর বলেন, ‘বাবা চলে গেছেন। আমরা আজ অসহায় হয়ে পড়েছি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

এর আগে বেলা সাড়ে ১১টায় পীর হাবিবুর রহমানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে প্রয়াত এ সাংবাদিককে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৮ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পীর হাবিবুর রহমান। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

দীর্ঘদিন ধরে ক্যান্সার, কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন পীর হাবিব। গত বছরের অক্টোবরে ভারতের মুম্বাইয়ের জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের মাধ্যমে ক্যান্সারমুক্ত হন তিনি। এরপর গত ২২ জানুয়ারি করোনায় আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে পীর হাবিবকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনামুক্ত হলেও কিডনি জটিলতার কারণে ভর্তি হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার স্ট্রোক হলে স্থানান্তর করা হয় ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে। কিন্তু আইসিইউ থেকে আর ফেরা হয়নি তার।

এদিকে, পীর হাবিবুর রহমানকে জন্মভিটা সুনামগঞ্জের মাইজবাড়ীতে বাবা-মায়ের কবরের পাশে শায়িত করা হবে। আগামী সোমবার (৭ ফেব্রুয়ারি) বাদ জোহর তার দাফন সম্পন্ন হবে।

শেয়ার