ফরচুন বরিশালের ছুঁড়ে দেওয়া ২০০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কলিন ইনগ্রামের ব্যাট ভর করে জয়ের আশা দেখছিল সিলেট সানরাইজার্স। ৪৯ বলে ৯০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ইনগ্রাম যখন ফিরলেন তখন থেকেই সিলেটের জয়ের আশা নিভতে শুরু করে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৭ রান তুলতে পারে সিলেট। আর এতেই ফরচুন বরিশাল পেয়ে যায় ১২ রানের জয়।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
ফরুচন বরিশাল: ২০ ওভার; ১৯৯/৪; (মুনিম ৫১, গেইল ৫১*, সোহান ২, সাকিব ৩৮, তাওহিদ ১০, ব্রাভো ৩৪*); (সোহাগ ৪-০-৪৫-১, সিরাজ ৪-০-৫৬-০, স্বাধীন ৪-০-৩৭-১, আলাউদ্দিন ৪-০-২৭-১, নাজমুল ২-০-১৪-১, মোসাদ্দেক ২-০-১৫-০)।
সিলেট সানরাইজার্স: ২০ ওভার; ১৮৮/৫; (ইনগ্রাম ৯০, এনামুল ৭, মিঠুন ১৯, বোপারা ৯, মোসাদ্দেক ৩৪, মিজানুর ০, আলাউদ্দিন ২২*, স্বাধীন ১*); (মুজিব ৪-০-৪০-০, সাকিব ৪-০-২৩-২, ব্রাভো ৪-০-৪২-২, শফিকুল ৩-০-৩৩-০, মেহেদি ১-০-২১-০। জিয়াউর ৩-০-২৬-০, শান্ত ১-০-২-২)।
ফলাফল: ফরচুন বরিশাল ১২ রানে জয়ী।