Top

এবার কুমিল্লার নেতৃত্ব সরানো হলো ইমরুলকে

১২ ফেব্রুয়ারি, ২০২২ ৫:৪৭ অপরাহ্ণ
এবার কুমিল্লার নেতৃত্ব সরানো হলো ইমরুলকে

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর নিয়ে যে কয়েকটি বিষয়ে আলোচনা আর বিতর্ক তৈরি হয়েছে, তার মধ্যে অন্যতম অধিনায়ক পরিবর্তন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এরই মধ্যে খেলেছে ৩ অধিনায়কের নেতৃত্বে। সিলেট সানরাইজার্সের নেতৃত্ব দিয়েছেন দুই জন। আসরের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এরই মধ্যে নিশ্চিত করেছে কোয়ালিফায়ার পর্ব। তবে লিগ পর্বের শেষ ম্যাচে তাদের অধিনায়কের পরিবর্তন হয়েছে।

আজ (শনিবার) লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে কুমিল্লা। এ ম্যাচে দলটির নিয়মিত অধিনায়ক ইমরুল কায়েসের পরিবর্তে টস করতে নামেন বিদেশি রিক্রুট ফাফ ডু প্লেসি। একাদশ তো বটেই, টিম লিস্টের স্ট্যান্ডবাই ৪ ক্রিকেটারের মধ্যেও নাম নেই ইমরুলের।

তবে কেন নেই ইমরুলের নাম, কেনই বা অধিনায়ক বদল সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়নকে একাধিকবার ফোন দিলেও সংবাদমাধ্যম কর্মীদের ফোন ধরেননি তিনি। এমনকি খুদেবার্তার উত্তরও দেননি।

লিগ পর্বের শেষ ম্যাচে খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছেন ডু প্লেসি। কুমিল্লার ইতিমধ্যে কোয়ালিফায়ার নিশ্চিত হয়ে গেছে। তাদের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ নয়। অন্যদিকে এটি খুলনার বাঁচা মরার ম্যাচ। এই ম্যাচে জিতলেই প্লে অফে খেলা নিশ্চিত হয়ে যাবে মুশফিকুর রহিমের দলের। আর আসর থেকে বিদায় নেবে মিনিস্টার গ্রুপ ঢাকা।

দলটির নিয়মিত অধিনায়ক ইমরুলের অধীনে কুমিল্লা ৯ ম্যাচ খেলে ৬টিতে জয় পায়। ১৩ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে আছে দলটি। কুমিল্লা জিতলেও এক ম্যাচ ছাড়া ইমরুলের ব্যাট ঠিকঠাক কথা বলেনি। এক ম্যাচে সর্বোচ্চ ৮১ রানে অপরাজিত ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। এ ছাড়া ত্রিশের ঘর পার হতে পারেননি কোনো ম্যাচে। ব্যাট হাতে ওপেনিংও করেছিলেন। তবে রান না পাওয়ায় আবার ফিরে আসেন আগের জায়গায়। ৮ ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৪৭ রান।

শেয়ার