সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহীদ সরোয়ারকে মারধরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের ৫ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন- কাজিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক রুহুল আমিন, উপ- স্কুলবিষয়ক সম্পাদক মনির হোসেন ও গান্দাইল ইউনিয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন মিয়া।
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা বাণিজ্য প্রতিদিনকে জানান, গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ জেলা
ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে অব্যাহতিপ্রাপ্তদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়।
কিন্তু তারা সেই কারণ দর্শানোর নোটিশের জবাব দেয়নি। জেলা ছাত্রলীগের ছয় নেতার সমন্বয়ে একটি তদন্ত কমিটি তদন্ত শেষে জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর রিপোর্ট জমা দেয়া হয়। তদন্তে কাজিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৫জন নেতার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের বহিস্কার করে।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারী পূর্বশক্রতার জের ধরে কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ারকে নিজ গ্রাম গান্ধাইলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দু’পায়ের নিচের অংশে জখম করা হয়। এতে তার বাম পায়ের হাড় ভেঙ্গে যায়।