Top

লজ্জার রেকর্ড গড়লেন রোহিত শর্মা

২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৪:৫৬ অপরাহ্ণ
লজ্জার রেকর্ড গড়লেন রোহিত শর্মা

উইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে ধসিয়ে দিয়েছে ভারত। এই সিরিজের প্রথম ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন রোহিত শর্মা। আবার এই সিরিজেই তিনি গড়ে ফেলেছেন এক লজ্জার অন্যন্য রেকর্ড।

গতকাল রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচে ৯ বল খেলে রোহিতের সংগ্রহ মাত্র ৫ রান! তাকে প্যাভিলিয়নে ফেরান দুশ্মন্ত্য চামিরা। এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ‌১ রানে আউট হন তিনি। এই নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৯ বার দুই অংক ছোঁয়ার আগে আউট হলেন রোহিত। বিশ্বের আর কোনো ওপেনারের এমন বিব্রতকর রেকর্ড নেই। দ্বিতীয় স্থানে আছেন আয়ারল্যান্ড ওপেনার পল স্টার্লিং (২৮ বার)।

শেষ ম্যাচে ৬ উইকেটের জয়ে সহজেই তৃতীয় টি-টোয়েন্টি জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে ভারত। এই নিয়ে ভারত টানা ১২টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে।

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষেই টেস্ট সিরিজে সাদা পোশাকের নেতৃত্ব পাচ্ছেন রোহিত। এই নিয়ে তিন ফরম্যাটেই তিনি ভারতকে নেতৃত্ব দেবেন।

শেয়ার