Top

কুড়িগ্রামে এক ভারতীয় নাগরিক আটক

০৩ জানুয়ারি, ২০২১ ৬:৩৬ অপরাহ্ণ
কুড়িগ্রামে এক ভারতীয় নাগরিক আটক
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত এলাকা থেকে চোরাকারবারি এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) জামালপুর-৩৫ ব্যাটালিয়ন।

জামালপুর বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ জানান, আটককৃত চোরাকারবারি ভারতীয় নাগরিক নুরুজ্জামান (২৫)। সে আসাম রাজ্যের ধুবড়ি জেলার হাটশিংগীমারী থানার মানকারচরের কানাইমারা গ্রামের সুরত আলীর ছেলে।

রোববার (৩ জানুয়ারি) দুপুরে গরু চারাচালানের টাকা লেনদেনের উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় ওই চোরাকারবারি। বিজিবি’র নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে উপজেলার দাঁত ভাঙ্গা ইউনিয়নের দাঁতাভাংগা বিওপির সীমান্ত পিলার১০৫৭ প্রায় ২৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝগড়ারচর নামক স্থানে তাকে আটক করে বিজিবি।
আটক ভারতীয় চোরাকারবারির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মুনতাছের বিল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

শেয়ার