কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) ও ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কন্সালটেশন সেন্টারের স্বাস্থ্য সম্পর্কিত দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৫ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
দ্বিপাক্ষিক চুক্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার এবং ইবনে সিনা ট্রাস্টের বিজনেস ডেভলপমেন্ট বিভাগের এজিএম ও পরিচালক নিয়াজ মাহদুম শিবলী সাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ ইবনে সিনা ট্রাস্টের ২৫ টি শাখায় প্যাথলজিতে ৩৫%, রেডিওলোজিতে ৩০% এবং ফিজিওথেরাপিতে ১০% পর্যন্ত ছাড় পাবে। তবে শিক্ষার্থীরা শুধু কুমিল্লা শাখায় সেবা পাবে।
এই বিষয়ে ইবনে সিনা ট্রাস্টের বিজনেস ডেভলপমেন্ট বিভাগের এজিএম নিয়াজ মাহদুম শিবলী বলেন, ইবনে সিনা ট্রাস্ট আইন দ্বারা পরিচালিত। এক অর্থে এই প্রতিষ্ঠানটির মালিক বাংলাদেশর জনগণ। এই ট্রাস্টের মুনাফা কোনো ব্যক্তির পকেটে যায় না। আমরা যেখানেই আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করি, আমরা সেখানেই চেষ্টা করি সেই বাজারে আমাদের সম প্রতিযোগিতা প্রতিষ্ঠান যে-সব আছে তাদের মধ্যে যাদের রেট সবচেয়ে কম আমরা সেই রেটটাকেই আমাদের রেট হিসেবে ঘোষণা করি।
এই বিষয় কুবি উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী বলেন, চুক্তিবদ্ধ হলাম ইবনে সিনা ট্রাস্টের সাথে। যাতে দরিদ্র ছাত্র-ছাত্রীরা উপকৃত হয়। শুধু প্যাথলজি এবং রেডিওলোজিতে না, ডাক্তার যারা আছেন তারা ছাত্র-ছাত্রীদের কাছ থেকে যেন একটা ছাড়ে প্রেসক্রিপশন করেন। এটা খুবই ইম্পরট্যান্ট। শিক্ষার্থীরা যাতে ৪০/৫০% ডিসকাউন্ট পায় তাদের প্রেসক্রিপশন তৈরিতে, তাহলে এটা একটা মাইলফলক হবে এই প্রতিষ্ঠানের জন্য।
এনজে