রাজধানীর গুলিস্তান এলাকার সুন্দরবন স্কয়ার মার্কেটের পানির ট্যাংক থেকে আল আমিন নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ৭টার দিকে ব্যবসায়ীরা তার মরদেহ দেখতে পান। এরপর তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বৈদ্যুতিক শর্টসার্কিটে শ্রমিক আল আমিন মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ বলছে, আল আমিনের মৃত্যুর সময় তার ছেলেরা সেখানে উপস্থিত ছিলেন। মার্কেটে শ্রমিকের মৃত্যুকে রহস্যজনক বলছেন ব্যবসায়ীরা। এ নিয়ে মার্কেটে আতংক বিরাজ করছে।
জানতে চাইলে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পানির ট্যাংকে বিদ্যুতের তারের আর্থিং হওয়ার কারণে আল আমিনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।