Top

চট্টগ্রামকে শান্তি-শৃঙ্খলার নগর হিসেবে চাই: উপ-পুলিশ কমিশনার রইছ

০৬ নভেম্বর, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ
চট্টগ্রামকে শান্তি-শৃঙ্খলার নগর হিসেবে চাই: উপ-পুলিশ কমিশনার রইছ
জেলা প্রতিনিধি :

পুলিশের উপ-কমিশনার রইছ উদ্দিন বলেছেন, চট্টগ্রামকে শান্তি-শৃঙ্খলার নগর হিসেবে চাই। যারা শুভ বুদ্ধির পরিচয় দিবে তাদেরকে নিয়ে আমাদের লক্ষ্য যাত্রায় এগিয়ে যেতে চাই।

বুধবার (৬ নভেম্বর ) বুধবার বিকেলে নগরের পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম মহানগরে হাজারী গলি এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকন নিয়ে ফেসবুকে পোস্ট শেয়ারকে কেন্দ্র করে বিক্ষোভ, দোকান ভাংচুর এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এ সংবাদ সম্মেলন করা হয়।

রইছ উদ্দিন বলেন,  এমন ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল হাজারী গলির মোল্লা স্টোরের মালিক ওসমান গণি ফেসবুকে একটি পোস্ট শেয়ারকে কেন্দ্র করে বিক্ষোভ করেন সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশ। পরে তার দোকানে ভাংচুর ও হামলার খবর পেয়ে পুলিশ-সেনাবাহিনী এসে ওসমান গণিকে নিরাপদে নিয়ে যেতে চাইলে বিক্ষোভ কারীরা আইন শৃঙ্খলা বাহিনীর উপর ক্ষেপে যান। পরে একদল দুর্বৃত্ত পুলিশের উপর ইটপাটকেল-এসিড নিক্ষেপ করেন। এতে পুলিশের নয় সদস্য আহত হন।

হাজারী গলির ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করলে, যৌথবাহিনী অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে আটক করেন। আটকের ৮২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনায় ইসকন সমর্থকরা জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশ।

ঘটনার পর হাজারী গলির কিছু ওষুধের দোকান সিলগালা করায় রোগীরা ভোগান্তিতে পড়েছন। তবে নিরাপত্তার স্বার্থে যেন নাশকতা বা লুটতরাজ না হয় এজন্য কয়েকটি দোকান সিলগালা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। কিন্তু সব দোকান বন্ধ করা হয়নি বলে জানান পুলিশের উপ-কমিশনার রইছ উদ্দিন।

বিএইচ

শেয়ার