Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

ভোলায় ডেঞ্জার জোনে ঝুঁকিপূর্ণ, লঞ্চ চলাচলে বন্ধ

১৫ মার্চ, ২০২২ ৭:৪২ অপরাহ্ণ
ভোলায় ডেঞ্জার জোনে ঝুঁকিপূর্ণ, লঞ্চ চলাচলে বন্ধ
ভোলা প্রতিনিধি :

ভোলায় উপকুলীয় ডেঞ্জার জোনে সি-সার্ভেবিহীন সব ধরনের লঞ্চ চলাচল ১৫ মার্চ থেকে আগামী ১৫ অক্টোবর পযর্ন্ত ৭ মাস বন্ধ থাকবে। মঙ্গলবার (১৫ মার্চ ) এই মর্মে বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নিষেধাজ্ঞা জাড়ি করেছেন।

ভোলা বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করে বলেন, ১৫ মার্চ থেকে আগামী ১৫ অক্টোবর পযর্ন্ত ৭ মাসের জন্য ভোলার ইলিশা-মজু চৌধুরীরহাট, মির্জাকালু- আলেকজেন্ডার, তজুমদ্দিন-মনপুরা, চরফ্যাশন-মনপুরা, চরকচ্ছপিয়া- ঢালচরসহ ভোলার ইলিশ থেকে চরফ্যাশন উপজেলার ঢালচর পর্যন্ত (ডেঞ্জার জোন) সি-সার্ভেবিহীন বা বে ক্রুসিং সনদ ছাড়া কোনো লঞ্চ চলাচল করতে পারবে না।

যদি কোনো লঞ্চ নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া বিআইডব্লিউটিএ, পুলিশ ও নৌ পুলিশের অভিযান চলমান থাকবে।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার মধ্যে জনসাধারনের নিরাপদ যাতায়াতের জন্য যেসব নৌযানের সি সার্ভে সনদ রয়েছে ওই সব নৌযান এসব  রুটে চলাচল করতে পারবে। এছাড়া বিকল্প ব্যবস্থায় হিসেবে সি-ট্রাক চলাচল করবে বলে এই কর্মকর্তা জানান।

 

শেয়ার