এই কাউন্সিল থেকে রংপুর সিটি করপোরেশনে চার বছরের জন্য ২০ জন যুব বুধবার দুপুরে নগরীর একটি হোটেলে নগর যুব কাউন্সিল গঠনে তরুণদের সস্পৃকরণ প্রকল্প শীর্ষক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।
ইউএনডিইএফ’র অর্থায়নে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউএন-হ্যাবিটেটের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিরাক-বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়ন করছে। দিনব্যাপী অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতির বক্তব্য রাখেন রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ তরুণ-তরুণী। জাতীয় উন্নয়ন নীতিমালা তরুণদের দক্ষতা উন্নয়ন, সিদ্ধান্ত গ্রহণ এবং অংশগ্রহণের ক্ষেত্রে তরুণদের সস্পৃক্ততা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বিশ্বের উন্নত দেশগুলোতে নগর উন্নয়নে যুব কাউন্সিল একটি অনন্য মডেল। যা তরুদের সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করছে। এই কাউন্সিল মেয়রের নেতৃত্বে সিটি করপোরেশনে সহায়ক সংস্থা হিসেবে কাজ করবে। যেখানে অংশগ্রহণের মধ্যদিয়ে যুবদের দক্ষতা ও যোগ্যতার বিকাশ ঘটবে।
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য প্রসঙ্গে সভার সঞ্চালক সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত বলেন, তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ সেবার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করবে নগর যুব কাউন্সিল। যেখানে তরুণরাই গণতান্ত্রিক পদ্ধতিতে সমবয়সীদের মনোনীত ও নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে নগরের উন্নয়ন কর্মকান্ডে সস্পৃক্ত হতে সহায়তা করবে।
নির্বাচিত যুব কাউন্সিলররা তাদের কথা, মতামত ও দায়িত্বসমূহ সিটি করপোরেশনের কাছে প্রাতিষ্ঠানিকভাবে উপস্থাপন করবে। যা টেকসই উন্নয়নের জন্য এবং তরুণদের নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে উপযুক্ত ভূমিকা রাখবে। এ প্রকল্পটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ সরকারকে সহায়তা করবে। এই নগর যুব কাউন্সিল গঠন প্রক্রিয়া রংপুর থেকে শুরু হলেও ধারাবাহিক ভাবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও রাজশাহীতেও গঠন করা হবে।
সভায় আরও বক্তব্য রাখেন রসিকের নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম, কাউন্সিলর মীর জামাল উদ্দিন, নারী কাউন্সিলর হাসনা বানু, সিরাক বাংলাদেশের সহকারি পরিচালক সেলিম মিয়া, এসোসিয়েট প্রোগ্রাম অফিসার নাহিদুর রহমান প্রমুখ।