Top
সর্বশেষ

মৈদং, দুমদুম্যা,বড়থলী ইউপি নির্বাচন ৩১শে মার্চ

১৭ মার্চ, ২০২২ ১০:৪১ পূর্বাহ্ণ
মৈদং, দুমদুম্যা,বড়থলী ইউপি নির্বাচন ৩১শে মার্চ
রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটির দুর্গম জুরাছড়ি উপজেলার মৈদং, দুমদুম্যা ইউনিয়ন এবং আরেক দুর্গম উপজেলা বিলাইছড়ি উপজেলার বড়থলী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার (১৬মার্চ) রাতে এমন তথ্য গণমাধ্যকে নিশ্চিত করেছেন- রাঙামাটি জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

১৫মার্চ নির্বাচন কমিশন থেকে পাঠানো পত্র থেকে জানা গেছে-স্থগিত রাঙামাটির দুর্গম জুরাছড়ি উপজেলার মৈদং এবং দুমদুম্যা ইউনিয়ন এবং আরেক দুর্গম বিলাইছড়ি উপজেলার বড়থলী ইউনিয়ন পরিষদের নির্বাচন চলতি মাসের ৩১মার্চ অনুষ্ঠিত হবে।
চলতি বছরের ৭ফেব্রুয়ারী বিলাইছড়ি উপজেলার মৈদং এবং দুমদুম্যা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে হঠাৎ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

অপরদিকে ২০২০সালের ১০ডিসেম্বর বিলাইছড়ি উপজেলার বড়থলী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত দিনে আবহাওয়া খারাপ থাকায় ওইদিন নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশন।

শেয়ার