পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের পাশে ডহরশৈল গ্রামের লোকজন চলতি ট্রেন আটকে রেখে রেলগেট নির্মাণের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। এসময় গোপালগঞ্জ-রাজশাহী রুটে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি প্রায় ২০ মিনিট আটকে রাখেন বিক্ষোভকারী গ্রামবাসী।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে পার্শ্ববর্তী লালপুর উপজেলার এবি ইউনিয়নের ডহরশৈল রেললাইনের উপরে দাঁড়িয়ে এ বিক্ষোভ কর্মসূচি করেছেন তারা। ট্রেন আটকে বিক্ষোভের খবরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিষয়টি সমাধানে আগামীকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্থানীয় প্রশাসন, রেলওয়ে ও গ্রামবাসী একসঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, ডহরশৈল গ্রামের চারশত পরিবারের লোকজন চিকিৎসা সেবাসহ বিভিন্ন প্রয়োজনে ঈশ্বরদীতে যাওয়া আসা করে। রেললাইনের কারণে তিন কিলোমিটার দূরে ঈশ্বরদীতে যেতে ঘুরতে হয় ৮ কিলোমিটার রাস্তা। এতে গুরুতর অসুস্থ রোগীদের বিভিন্ন ভোগান্তি পোহাতে হয়। এই ভোগান্তি দূর্ভোগে গ্রামবাসী নিজ অর্থায়নে রেললাইনের উপর দিয়ে সম্প্রতি একটি সড়ক নির্মাণ করেছেন। আর এই সড়কে একটি রেলগেট অনুমোদন চেয়ে রেল কর্তৃপক্ষের কোন সাঁড়াই আমরা পাইনি। একারণে আমরা ট্রেন থামিয়ে আমাদের দাবি জানিয়েছি।
এবি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সাহাবুল ইসলাম বলেন, গ্রামবাসী নিজ খরচে সড়ক নির্মাণ করেছেন। দূর্ঘটনা এড়াতে একটি রেলগেট নির্মাণের দাবী আমরা দীর্ঘদিন ধরে রেল কর্তৃপক্ষকে জানিয়ে আসছি। রেল কর্তৃপক্ষের কোন সাঁড়া না পেয়ে গ্রামবাসী বিক্ষোভ করেছেন।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান বলেন, রেলগেট নির্মাণ গ্রামমবাসীর একটি দীর্ঘদিনের দাবি। কিন্তু রেললাইনের উপর দিয়ে অনুনোমদিত রাস্তা তৈরি করায় একটু জটিলতা সৃষ্টি হয়েছে। এটা গ্রামবাসীর সাথে বৈঠক করে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করতে চেয়েছেন।
পাকশি রেলওয়ে বিভাগীয় ম্যানেজার(ডিআরএম) শাহ সুফী নূর মোহাম্মদ জানান, রেললাইনের উপর দিয়ে সড়ক নির্মাণ করেছেন যেটা সম্পূর্ণ অবৈধ একটা ব্যাপার। এই অবৈধ রাস্তায় রেল কিভাবে রেলগেট করে দিবে বিষয়টি বুঝে আসেনা। তারপরও স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীর সঙ্গে একটি বৈঠকের আয়োজন করেছি। বৈঠকে বিষয়টি কিভাবে সমাধান করা যাই তা নিশ্চিত করা হবে।
এম জি