Top
সর্বশেষ

ময়মনসিংহে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

১৭ মার্চ, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ
ময়মনসিংহে  বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

দিবসটি উপলক্ষে সকালে সার্কিট হাউজে ময়মনসিংহে বঙ্গবন্ধু ম্যুরালে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধ্যা জানান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। পরে বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ইউসুফ আলী, জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার আহমার উজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি বিভিন্ন দপ্তর, আওয়ামীলীগ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে পতাকাবাহী একটি ট্রাক র‍্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, সুবর্ণজয়ন্তী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শেয়ার