এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ১৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কেক কাটা হয়। এরপর সেখান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সহ সভাপতি শফিকুল ইসলাম অপুসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত হচ্ছে।