Top
সর্বশেষ

রাজবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

১৭ মার্চ, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ
রাজবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
রাজবাড়ী প্রতিনিধি :

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করেছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর ১২ টার দিকে দিবসটি উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

এ সময় র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম (এমপি) , জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য এমপি কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু সহ উপজেলা ইউনিয়ন আওয়ামিলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

শেয়ার