Top
সর্বশেষ

উখিয়ায় বন্ধবন্ধুর জন্মদিন পালন

১৭ মার্চ, ২০২২ ৭:১১ অপরাহ্ণ
উখিয়ায় বন্ধবন্ধুর জন্মদিন পালন
কনক বড়ুয়া, উখিয়া :

কক্সবাজারের উখিয়ায় যথাযোগ্য মর্যদায় জাতির পিতা বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার ” প্রতিপাদ্যে জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দিনটি উদযাপন করা হয়েছে।

দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে সকাল বেলায় এক শোভাযাত্রা উপজেলা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ ছাড়া সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় শিশু সমাবেশ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্য রাখেন। পরে, শিশু সমাবেশে আগত বিভিন্ন বিদ্যালয়ের শিশুদের সাথে নিয়ে কেক কাটেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার বেবি, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জুর মোরশেদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক প্রমুখ।

 

শেয়ার