Top
সর্বশেষ

সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

১৭ মার্চ, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্প্রতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমূখ।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শন ও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং জাতির পিতার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে জেলা প্রশাসনের আয়োজনে কেক কর্তন, দোয়া মাহফিল, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ সময় জেলা জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতাকর্মীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ পুষ্পস্তবক অর্পন করেন।

শেয়ার