Top
সর্বশেষ

শেকলে বাঁধা জীবন বাবা-মেয়ের

১৮ মার্চ, ২০২২ ১২:০৬ অপরাহ্ণ
শেকলে বাঁধা জীবন বাবা-মেয়ের
মোস্তফা আবু বক্কর সিদ্দিক আলম ,গাইবান্ধা :

প্রায় সাত বছর ধরে গাইবান্ধার মানসিক প্রতিবন্ধী যুবতী মেয়ে ও বাবাকে লোহার শিকলে বেঁধে রেখেছেন গ্রামবাসী ও পরিবারের লোকজন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। সরকারী ভাবে তাদের চিকিৎসার সহযোগিতা করতে এগিয়ে আসে নাই কেউ। এমনকি তাদের ভাগ্যে জোটেনি প্রতিবদ্ধী ভাতাও । এমন অবস্থায় পরিবার ও গ্রামবাসীর দাবী চিকিৎসা পেলে তারা ফিরে যেতে পারে সুস্থ্য ও স্বাভাবিক জীবনে।
চার দেয়ালে আবদ্ধ কারাকক্ষ নয়। চার দিকে উম্মুক্ত খোলা প্রান্তর। ভেঙ্গে পড়া একটি টিনের চালার দুপাশে দুটি গাছে তালায় শেকল লাগিয়ে তাদের বেঁধে রাখা হয়েছে। ছেড়ে দিলেই ভোঁ দৌড়। বাবা একদিকে ভাংচুর শুরু করে আর মেয়ে ভোঁ দৌড় । আর কে পায় তাদের । কিন্তু পায়ে শিকল বেঁধে মনটাকে যেন আটকে দিয়েছে কারাগারে। তাই আপন মনে গেয়ে যান প্রতিবন্ধী মোহাম্মদ আলী- আমি বন্দী কারাগারে,আমি মাগো বিপদে,বাইরে আলো চোখে পড়েনা।
গ্রামবাসী রাজা মিয়া জানান,গাইবান্ধা সদর উপজেলার উত্তর আনালেরতাড়ি গ্রামে মেয়ে রেহানা আখতার টুলি ও বাবা মোহাম্মদ আলীকে লোহার শিকলে বেঁধে রাখা হয়েছে। লম্বা লোহার শিকল পায়ে বেঁধে তালা আটকিয়ে রেখেছে গাছের সাথে। তব্ওু তাদের মুখে হাসি লেগে থাকে। মোহাম্মদ আলী ভালোই ছিলেন । দিনমজুরী করে সংসার ভালোই চলছিলো । ভাতের জমি না থাকলেও বাড়ি ভিটা আছে নিজের । দুটি ঘরে তিন সন্তান স্ত্রী হালিমা খাতুনকে নিয়ে তাদের ৫ জনের সংসার । ছেলে মেয়েদের মধ্যে রেহানা আকতার দেখতে চায় চেহারায় মোটামুটি । পড়ালেখায় প্রাইমারী পর্যন্ত শেষ । তার বর্তমান বয়স ২১ এর বেশি নয়। তার বয়স যখন ১২ বছর তখন হঠাৎ করেই তার মানসিক বিকৃতি হয়। আবোল তাবোল কথা বলে এবং বাড়ি থেকে বের হয়ে যেদিক খুশি চলে যায়। পরিবারের লোকজন ও স্বজনরা তাকে অনেক দিন খুঁজে খুঁজে হয়রান হয়েছে। পরে কয়েকদিন পর তাকে অপ্রকৃতিতস্থ অবস্থায় গাইবান্ধা রেল ষ্টেশন থেকে ধরে নিয়ে যায়। কিন্তু সুযোগ পেলেই সে চলে যায় ইচ্ছেমতো ।
প্রতিবেশি মকবুল হোসেন জানান, একজন যুবতী মেয়েকে এভাবে বাইরে ঘুরে বেড়ানো সমাজের চোখে ভালো নয়। তাকে নিয়ে মহা চিন্তায় পড়ে যাই আমরা ও তার স্বজনরা । তাই বাধ্য হয়েই পিতা মোহাম্মদ আলী ও তার পরিবারের লোকজন রেহানা আকতার টুলিকে ধরে পায়ে লোহার শিকল পড়িয়ে পড়িয়ে দেয়। তারপর গাছের সাথে বেধে রাখে। এভাবে দিন যায় ,বছর যায় সব সময় তার পায়ে শেকল পরিয়ে রাখা হয়। রাতে কখনো গাছের নিচেই ঘুমিয়ে পড়তো অথবা ঘরে নিয়ে শিকল বেধে ঘুমিয়ে পড়তো । প্রথম দিকে মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে গ্রাম্য ঝাড়ফুকে কবিরাজি চিকিৎসা করা হয়। কিন্তু তাতে তার অবস্থার আরও অবনতি হতে থাকে । তার শরীর শুকিয়ে যায় ও শরীরের বিভিন্ন স্থানে দগদগে ঘা দেখা দেয়। মেয়ের এই অবস্থার মধ্যে হঠাৎ করে ২০০২ সালের গোড়ার দিকে পিতা মোহাম্মদ আলীর মানসিক পরিবর্তন হতে থাকে । তার অস্বাভাবিক আচরণ শুরু হয়। লাঠি হাতে রাস্তা ঘাটে হাটে বাজারে মানুষ দেখলেই তেড়ে আসে মারতে । এভাবে অনেক সে তার স্বাভাবিক জীবন থেকে পরিবর্তন হতে থাকে । পারিবারিক সাংসারিক কাজ বাদ দিয়ে রাস্তায় রাস্তায় লাঠি হাতে ঘুরে বেড়ায় এবং বাড়ি থেকে দুরদুরন্তে চলে যায়।
এঅবস্থায় স্ত্রী হালিমা খাতুন সহ তার পরিবারের লোকজন মেয়ে ও বাবা সহ দুই মানসিক প্রতিবন্ধিকে নিয়ে বিপাকে পড়ে । তাই বাধ্য হয়ে গ্রামবাসীর সহযোগিতায় মানসিক প্রতিবন্ধি মোহাম্মদ আলী সহ তার মেয়েকেও এক সাথে পায়ে শেকল লাগিয়ে গাছের সাথে বেধে রাখে। খোলাহাটি ইউপি মেম্বর মোস্তাক আহম্মেদ বলেন ,প্রতিবেশির পরামর্শে মোহাম্মদ আলীর স্ত্রী হালিমা খাতুন বাড়ি ভিটার একাংশ বিক্রি করে মেয়ে ও তার স্বামীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে নানান চিকিৎসা করা হয়। কিন্তু তাদের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন । তাই কুলিয়ে উঠতে পারছেনা তারা । দিন যতো যেতে থাকে টাকার পরিমানও কমে আসে । এক সময় গ্রামবাসীর সহযোগিতায় তাদের দুজনকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে যে পরিমান ওষুধ দেয়া হয় তা কেনা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাড়ায়। চলতি বছর থেকে তাদের চিকিৎসাও বন্ধ হয়ে যায়।
খোলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান মাসুম হক্কানী বলেন, তাদের দুজনকে শেকলে বেধে রাখা হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে তাদের সহযোগিতা করা হয়েছে। আগামী দিনেও তাদের সহযোগিতা করার চিন্তা ভাবনা রয়েছে।
এলাকার নাট্য ব্যক্তিত্ব জুলফিকার চঞ্চল বলেন,দীর্ঘদিন বেধে রাখার ফলে বাবা মেয়ের হাতে পায়ে পায়ে ও শরীরে দেখা দিয়ে ঘা সহ নানা রোগ ব্যাধী। হাতে পায়ের শেকল ও তালা খুলে দিলেই মোহাম্মদ আলী শুরু করে ভাংচুর ও লোকজনকে মারধর করে। আর রেহানা আখতার বাড়ি ছেড়ে চলে যায় অন্যত্র। তাই নিরুপায় হয়েই তাদের শিকলে বেঁধে রাখা হয়েছে। মানষিক প্রতিবন্ধী বাবা মেয়ের চিকিৎসার খরচ যোগাতে সামান্য ভিটেমাটি যা ছিলো বিক্রি করে এখন নিঃস্ব পরিবারটি। এখন দেড় শতক জায়গায় একটি ঘরে হালিমার সংসার । অন্যের বাড়িতে কাজ করে যা জোটে তাই নিয়ে এসে প্রতিবন্ধি দুজন সহ নিজেরা আধপেট খেয়ে দিন কাটে কষ্টে । গ্রামবাসীরা দরিদ্র এই পরিবাকে যে যা পারে সাহাস্য করে। কিন্তু তারা এই অমানবিক দৃশ্য দেখতে চায়না । চায় দুজনের সুস্থ্যতা । এজন্য সরকারী সহযোগিতার দাবী জানান গ্রামবাসী।
গাইবান্ধার জেলা প্রশাসক অলিউর রহমান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। অমানবিক বিষয়টির ব্যাপারে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আশ্বাস দেন ।

শেয়ার