Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

চট্টগ্রাম টেস্ট: হতাশাময় বোলিং-ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শেষ বাংলাদেশের

৩০ অক্টোবর, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ
চট্টগ্রাম টেস্ট: হতাশাময় বোলিং-ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শেষ বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক :

চট্টগ্রামে ব্যাটাররা সবসময় বাড়তি সুবিধা পায় এটা অনেক পুরোনো কথা। তাই টস জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নামার সময় বোঝা যাচ্ছিল বড় সংগ্রহের পথে হাঁটবে সফরকারীরা। প্রথম ইনিংসে ৫৭৭ রান তুলে বাংলাদেশকে ব্যাট করার সুযোগ দিয়েছিল প্রোটিয়ারা। তবে সেই ব্যাটিং পিচেই টাইগাররা যা করে দেখাল তা হয়তো কেউই আশা করেনি।

দ্বিতীয় দিনের শেষ সময়ে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৯ ওভার ব্যাট করে ৩৮ রান তুলতে পেরেছে স্বাগকিতরা। মুমিনুল হক ৬ রান এবং নাজমুল হাসান শান্ত ৪ রানে অপরাজিত রয়েছেন। এতে দক্ষিণ আফ্রিকার থেকে এখনও ৫৩৭ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

বুধবার (৩০ অক্টোবর) দ্বিতীয় দিনের শেষ সময়ে পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। ৮ বলে ২ রান করে তাকে সঙ্গ দেন জাকির হাসান। এদিন পিচে বেশিক্ষণ থাকতে পারেননি জয়ও। ২১ বলে ১০ রান করে ফেরেন এই ওপেনার।

এরপর ৭ বলে ৩ রান করে হাসান মাহমুদ আউট হলেও দলীয় ৩২ বলে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত মুমিনুল হক ৬ রানে এবং নাজমুল হাসান শান্ত ৪ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

এর আগে, চট্টগ্রামে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ে ছেলে খেলা করেছে প্রোটিয়া ব্যাটাররা। দেড় দিনেরও বেশি সময় ব্যাট করে ৫৭৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। যেখানে বড় ইনিংস খেলেছেন টনি ডে জর্জি (১৭৭), ক্রিস্টান স্টাবস (১০৬) এবং ওয়ায়ান মুল্ডার (১০৩)।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। এ ছাড়াও এক উইকেট নেন নাহিদ রানা।

বিএইচ

শেয়ার