Top
সর্বশেষ

মাগুরায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সপ্তাহব্যাপি মেলা

১৮ মার্চ, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ
মাগুরায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সপ্তাহব্যাপি মেলা
আরজু সিদ্দিকী, মাগুরা :

মাগুরায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী সুবর্ণজয়ন্তী মেলা গতকাল থেকে নোমানী ময়দানে শুরু হয়েছে। সংসদ সদস্য. এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর আনুষ্ঠানিকভাবে এই সুবণজয়ন্তী মেলার উদ্ধোধন করেন।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু নাসির বাবলু ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

সুবর্ণজয়ন্তী মেলায় ৩০ টি ষ্টল স্থান পেয়েছে। সুবর্ণজয়ন্তী মেলায় বিভিন্ন প্রকার কৃষি পণ্য ও বিভিন্ন উদ্দোক্তাদের তৈরী পোশাক প্রদর্শন করা হচ্ছে।

সংসদ সদস্য. এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর মেলার ষ্টলগুলো পরিদর্শন করেন। সপ্তাহব্যাপী সুবর্ণজয়ন্তী মেলায় প্রতিদিন সন্ধায় মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার