রড়, সিমেন্ট, বিটুবিনসহ বিভিন্ন নির্মাণ উপকরণের দাম কমা না হলে সরকারের সকল উন্নয়ন মূলক কাজ বন্ধ রাখার হুমকি দিয়েছে রংপুর জেলা ঠিকাদার সমিতি। সেই সাথে আগামী সোমবার বিক্ষোভ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও স্মাররকলিপী প্রদান বুধবার রংপুর সিটি করপোরেশন, স্থানীয় সরকার মন্ত্রনালয় ঘেরাও কর্মসূচী ঘোষণা করেছে।
শনিবার দুপুরে রংপুরের একটি হোটেলে এক সংবাদ সন্মেলনে এই ঘোষণা দেন রংপুর জেলা ঠিকাদার সমিতি। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে রংপুর জেলা ঠিকাদার সমিতির আহবায়ক রফিকুল ইসলাম দুলাল বলেন, নির্মাণ সামগ্রীর অস্বাভাবিকমূল্য বৃদ্ধি দরপত্রের চুক্তিমূল্য থেকে শতকরা ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে। এতে করে ঠিকাদারেরা তাদের পুজি হারাতে বসেছে।
সংবাদ সন্মেলনে বলা হয়, এক থেকে দেড় মাসের ব্যবধানে ইট, রড়, সিমেন্ট, পাথর, বিটুমিন, মোটা বালু, এমএস সীট, জিআই সীট, ফ্লাট বার, এ্যাঙ্গেল, টাইলস, থাই গ্লাস,রংসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী সমষ্টিগতভাবে শতকরা ৫০ ভাগ বৃদ্ধি পেয়েছে।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে রংপুর জেলা ঠিকাদার সমিতির আহবায়ক আরো বলেন, দেশের ইন্নয়নের অগ্রযাত্রার মূল কারিগর ঠিকাদার জনগোষ্টি। সরা দেশে প্রায় ১০ লাখ ঠিকাদারসহ এর সাথে সংশ্লিষ্ট প্রায় এক কোটি মানুষ জীবন জিবিকা নির্বাহ করে আসছে। রংপুর জেলায় রয়েছে প্রায় ২ হাজার ঠিকাদার। নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় তারা সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজগুলো সময়মত শেষ করতে পারছে না। যেসকল ঠিকাদার এসব উন্নয়ন মূলক কাজের সাথে জড়িত তারা সেখান থেকে হাত গুটিয়ে নিয়েছেন।
সরকার এব্যাপারে পদক্ষেপ গ্রহণ না করলে আর কাজ করা তাদের পক্ষে সম্ভব নয় বলে জানান তিনি। সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন রংপুর জেলা ঠিকাদার সমিতির আহবায়ক রফিকুল ইসলাম দুলাল, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মিঠু, খায়রুল কবীর রানা, মনজুর আহমেদ আজাদ, সদস্য সচিব রইচ আহমেদ, অরুপ দত্ত প্রমুখ।