Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

টিসিবি কার্ডের মাধ্যমে সুবিধাভোগ করবে ৫ কোটি মানুষ: টিপু মুনশি

২০ মার্চ, ২০২২ ৬:১৫ অপরাহ্ণ
রংপুর প্রতিনিধি :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের পাঁচ কোটি মানুষ টিসিবি কার্ডের মাধ্যমে সুবিধা ভোগ করবে । দেশের শতকরা ২০ ভাগ অর্থ্যাৎ ৩ কোটি মানুষ দরিদ্র হলেও টিসিবির পণ্য পাচ্ছে এক কোটি পরিবার।

এক পরিবারে ৫ জন করে হলে ৫ কোটি মানুষ তেল, ডাল, চিনিসহ অন্যান্য টিসিবি’র পণ্যের সুবিধা ভোগ করবে। এজন্য প্রতিটি শহর ও গ্রামে ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। রোববার দুপুরে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কার্ডধারীদের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রধানমন্ত্রী আমদানী পর্যায়ে শতকরা ১৫ ভাগ ভ্যাট কমিয়েছেন। এটি বাজারে আসলে পণ্যের দাম অনন্ত ১০ টাকা কমে যাবে। তিনি বলেন, রমজান মাসকে ঘিরে স্বচ্ছল ব্যক্তিরা পুরো মাসের পণ্য একবারে কিনে, নিন্ম আয়ের মানুষকে দূর্ভোগে ফেলেন। এতে করে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট তৈরী হয় ও দাম বেড়ে যায়। এ বিষয়টি সকলের লক্ষ্য রাখা উচিত।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, প্রত্যেক পরিবারকে ২ লিটার সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা দরে, ২ কেজি চিনি ৫৫ টাকা দরে, ২ কেজি মসুর ডাল ৬৫ টাকা দরে এবং ২ কেজি ছোলা ৫০ টাকা দরে দেওয়া হচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে রংপুর জেলা প্রশাসক আসিফ আহসান বলেন, রংপুর সিটি কর্পোরেশন এলাকা, ৩টি পৌরসভা ও ৮টি উপজেলার মোট ২ লাখ ৮৩ হাজার ৩১২ পরিবার উপকারভোগীর তালিকায় থাকছে। এর মধ্যে করোনাকালীন উপকারভোগীর সংখ্যা ৯৮ হাজার এবং ১লাখ ৮৫ হাজার ৩১২ জন নতুন। এসব এলাকায় ১৩৫ জন ডিলারের মাধ্যমে ২২২টি কেন্দ্রে এসব পণ্য বিক্রয় কার্যক্রম চলবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আসিব আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনছার আলী রংপুর জেলা সেচ্ছাসেবক
লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হ্যাপি আক্তার প্রমুখ। পরে বাণিজ্যমন্ত্রী কার্ডধারীদের হাতে ভর্তুকি মূল্যে বিক্রি করা টিসিবি’র পণ্য তুলে দেন।

শেয়ার