Top
সর্বশেষ
২০২৪ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা ৫৬৩৪ কোটি টাকা সাত দেশ থেকে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ পড়েন: জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব: প্রধান উপদেষ্টা চরম সংকটেও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খরচ বিলাস তাপমাত্রা আরও কমে শীত তীব্র হওয়ার সম্ভাবনা দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ, খসড়া তালিকা প্রকাশ ইসরায়েলি বর্বরতা: ৬ শতাংশ কমেছে গাজার জনসংখ্যা মন্টিনিগ্রোতে রেস্তোরাঁয় গোলাগুলি, শিশুসহ নিহত ১০ মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ১০৫ অবৈধ অভিবাসী আটক

মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক

৩০ অক্টোবর, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, জুলাই আন্দোলনে হত্যার সাথে জড়িতদের বিচার সমর্থন করে জাতিসংঘ। এক্ষেত্রে শিশু এবং আন্দোলনকারীদের হত্যার বিচার অগ্রাধিকার পাওয়া উচিত। তাছাড়া মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডেরও তদন্ত হওয়া প্রয়োজন।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

ভলকার তুর্ক বলেন, অপরাধ বা গণপিটুনিতে হত্যা কখনোই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার কঠোর তদন্ত প্রয়োজন। এ সময় গণঅভ্যুত্থান পরবর্তী সময় পুলিশ হত্যাসহ অন্যান্য হত্যার দায় মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছ বিচার হওয়া উচিত। তাহলেই বাংলাদেশে মানবাধিকার সুদৃঢ় হবে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই হাইকমিশনার আরও বলেন, আইসিটি আইনের সংশোধনীর প্রয়োজন রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। এ সময় অন্তর্বর্তী সরকারের ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানান তিনি।

এম জি

শেয়ার