Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

কেশবপুরে বসন্তকালীন কবিতা সন্ধ্যা ও গুণিজন সম্মাননা

২০ মার্চ, ২০২২ ৭:৪৯ অপরাহ্ণ
কেশবপুরে বসন্তকালীন কবিতা সন্ধ্যা ও গুণিজন সম্মাননা
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

‘মাতো প্রাণ প্রাণে, বসন্ত বাতাসে’ শ্লোগানে শনিবার সন্ধ্যায় কেশবপুরে অনুষ্ঠিত হয়েছে বসন্তকালীন কবিতা সন্ধ্যা ও গুণিজন সম্মাননা। কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অর্ধ শতাধিক কবি স্বরচিত কবিতা আবৃত্তি করেন। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৯ ব্যক্তিকে বাসাসেস প্রবর্তিত জাতীয় কবি নজরুল পদক-২০২২ প্রদান করা হয়েছে।

পদক প্রাপ্তরা হলেন কথা সাহিত্যে হোসেন উদ্দীন হোসেন, জনপ্রতিনিধিত্বে মেয়র রফিকুল ইসলাম, কাব্য সাহিত্যে কবি খসরু পারভেজ, চিকিৎসা সেবায় গাজী মিজানুর রহমান, সাহিত্য ও সংস্কৃতিতে বেনজীন খান ও গোলাম মোস্তফা সিন্দাইনী এবং সাংবাদিকতায় সামসুজ্জামান, মোতাহার হোসাইন ও হাজী রুহুল কুদ্দুস। অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি পদক প্রাপ্ত গুণিজনদের ফুল, পদক, উত্তরীয় ও সার্টিফিকেট প্রদান করেন।

বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্টকার মুহম্মদ শফির সভাপতিত্বে ও অধ্যাপক তাপস মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কথা সাহিত্যিক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, মধুসূদন একাডেমির পরিচালক গবেষক ও কবি খসরু পারভেজ, যশোর প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক বেনজীন খান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ কবি খসরু পারভেজের লেখা কাব্যগ্রন্থ ‘সক্রেটিসের সাথে’ ও আবু হাদান সরদারের ভ্রমণকাহিনী ‘থাইল্যান্ড থেকে ফিরে’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

 

শেয়ার