Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

কেশবপুরে বসন্তকালীন কবিতা সন্ধ্যা ও গুণিজন সম্মাননা

২০ মার্চ, ২০২২ ৭:৪৯ অপরাহ্ণ
কেশবপুরে বসন্তকালীন কবিতা সন্ধ্যা ও গুণিজন সম্মাননা
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

‘মাতো প্রাণ প্রাণে, বসন্ত বাতাসে’ শ্লোগানে শনিবার সন্ধ্যায় কেশবপুরে অনুষ্ঠিত হয়েছে বসন্তকালীন কবিতা সন্ধ্যা ও গুণিজন সম্মাননা। কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অর্ধ শতাধিক কবি স্বরচিত কবিতা আবৃত্তি করেন। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৯ ব্যক্তিকে বাসাসেস প্রবর্তিত জাতীয় কবি নজরুল পদক-২০২২ প্রদান করা হয়েছে।

পদক প্রাপ্তরা হলেন কথা সাহিত্যে হোসেন উদ্দীন হোসেন, জনপ্রতিনিধিত্বে মেয়র রফিকুল ইসলাম, কাব্য সাহিত্যে কবি খসরু পারভেজ, চিকিৎসা সেবায় গাজী মিজানুর রহমান, সাহিত্য ও সংস্কৃতিতে বেনজীন খান ও গোলাম মোস্তফা সিন্দাইনী এবং সাংবাদিকতায় সামসুজ্জামান, মোতাহার হোসাইন ও হাজী রুহুল কুদ্দুস। অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি পদক প্রাপ্ত গুণিজনদের ফুল, পদক, উত্তরীয় ও সার্টিফিকেট প্রদান করেন।

বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্টকার মুহম্মদ শফির সভাপতিত্বে ও অধ্যাপক তাপস মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কথা সাহিত্যিক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, মধুসূদন একাডেমির পরিচালক গবেষক ও কবি খসরু পারভেজ, যশোর প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক বেনজীন খান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ কবি খসরু পারভেজের লেখা কাব্যগ্রন্থ ‘সক্রেটিসের সাথে’ ও আবু হাদান সরদারের ভ্রমণকাহিনী ‘থাইল্যান্ড থেকে ফিরে’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

 

শেয়ার