Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

শাহ আমানত বিমানবন্দরে আড়াই’শ কার্টুন সিগারেটসহ আটক ২

২৩ মার্চ, ২০২২ ১২:৫০ অপরাহ্ণ
শাহ আমানত বিমানবন্দরে আড়াই’শ কার্টুন সিগারেটসহ আটক ২
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা হয়েছে ২৪৪ মিনি কার্টুন সিগারেট ও ৪০টি প্রিমিয়াম সল্ট নিকোটিন। মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে এয়ার এরাবিয়া এয়ারলাইন্স শারজাহ থেকে আসা ফ্লাইট নম্বর – ৯৫২২ এ মো. তৈয়ব ও মো. হারুন নামে দুই ব্যক্তির লাগেজ থেকে এসব পণ্য পাওয়া যায়।

আজ বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সালাহউদ্দিন রিজভী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শারজাহ থেকে আগত মোহাম্মদ হারুনের লাগেজ থেকে ৪ কার্টুন ইজি ব্র্যান্ডের সিগারেট ও শুকনো তামাক পাওয়া যায়।

পরে মোহাম্মদ তৈয়বের লাগেজ চেক করে ২৪৪ কার্টুন ইজি ব্র্যান্ডের সিগারেট ও ৪০টি প্রিমিয়াম সল্ট নিকোটিনের শুকনো তামাক পাওয়া যায়। পণ্যগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

শর্তসাপেক্ষে আমদানিযোগ্য উচ্চ শুল্কের এসব পণ্য বেআইনিভাবে বহন করে ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছিল। শুল্ক আইন ১৯৬৯ এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী আটক পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

শেয়ার