চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা হয়েছে ২৪৪ মিনি কার্টুন সিগারেট ও ৪০টি প্রিমিয়াম সল্ট নিকোটিন। মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে এয়ার এরাবিয়া এয়ারলাইন্স শারজাহ থেকে আসা ফ্লাইট নম্বর – ৯৫২২ এ মো. তৈয়ব ও মো. হারুন নামে দুই ব্যক্তির লাগেজ থেকে এসব পণ্য পাওয়া যায়।
আজ বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সালাহউদ্দিন রিজভী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শারজাহ থেকে আগত মোহাম্মদ হারুনের লাগেজ থেকে ৪ কার্টুন ইজি ব্র্যান্ডের সিগারেট ও শুকনো তামাক পাওয়া যায়।
পরে মোহাম্মদ তৈয়বের লাগেজ চেক করে ২৪৪ কার্টুন ইজি ব্র্যান্ডের সিগারেট ও ৪০টি প্রিমিয়াম সল্ট নিকোটিনের শুকনো তামাক পাওয়া যায়। পণ্যগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।
শর্তসাপেক্ষে আমদানিযোগ্য উচ্চ শুল্কের এসব পণ্য বেআইনিভাবে বহন করে ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছিল। শুল্ক আইন ১৯৬৯ এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী আটক পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।