Top
সর্বশেষ

মালিতে আবারও প্রশংসিত বাংলাদেশ ফর্মড পুলিশ

২৩ মার্চ, ২০২২ ৪:০৯ অপরাহ্ণ
মালিতে আবারও প্রশংসিত বাংলাদেশ ফর্মড পুলিশ

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২-এর সদস্যরা একের পর এক প্রশংসা কুড়াচ্ছেন।

জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ও মিনসুমাপ্রধান এল গাছিম ওয়ানের প্রশংসা পাওয়ার পর এবার তারা প্রশংসা পেয়েছেন সিওআরএম চিফ অপারেশন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট সরি সাংগারে ও তার দলের কাছ থেকে।

গত ৭ মার্চ জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ও মিনুসমাপ্রধান এল গাছিম ওয়ানের গুন্দাম ক্যাম্প পরিদর্শনের সময় প্রশংসায় পঞ্চমুখ হন। এরপর ২১ মার্চ সেখানে পরিদর্শনে যান সিওআরএম চিফ অপারেশন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট সরি সাংগারে ও তার দল।

সেখানে বাংলাদেশ কনটিনজেন্টের কনফারেন্স হলে ব্যানএফপিইউ, আনপোল সদস্য, সিভিল সদস্য ও আইভরি কোস্টের সেনা সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক করেন তিনি।

বৈঠকে সভাপতিত্ব করেন ব্যানএফপিইউ-২-এর কমান্ডার মোহাম্মদ শাহিনুর আলম খান।

এসময় কমান্ডার মোহাম্মদ শাহিনুর আলম খান বাংলাদেশ কনটিনজেন্টের কর্মকাণ্ড তুলে ধরেন। এসব শুনে সরি সাংগারে ব্যানএফপিইউ-২-এর কর্মকাণ্ড বিশেষ করে ব্যানএফপিইউ সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালনের পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড যেমন স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, স্থানীয়দের ফ্রি মেডিকেল সেবা প্রদান, বিভিন্ন আন্তর্জাতিক দিবস পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

আলোচনা শেষে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ কনটিনজেন্টের কমান্ডার ও তার সদস্যরা। পরে প্রধান অতিথি ব্যানএফপিইউ কম্পাউন্ডে একটি চারা রোপণ করেন। পরদিন মিনুসমাপ্রধান (এসআরএসজি) এবং সিওআরএম সরি সাংগারে ব্যানএফপিইউ-২-এর কমান্ডার মোহাম্মদ শাহিনুর আলম খানকে একটি প্রশংসাপত্র পাঠান।

শেয়ার