রড, সিমেন্ট, পাথর, বিটুমিন, ইটসহ সকল প্রকার নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও সরকারি রেট সিডিউল পরিবর্তন এবং ক্ষতিগ্রস্ত ঠিকাদারদের ক্ষতিপূরণের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের জিরো পয়েন্টে জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আহবায়ক কালিচরন আগরওয়ালা, যুগ্ন আহবায়কহ মাহমুদুল হাসান মেহেদী, মাহফুজুর রহমান, জাহিদ ইকবাল, সদস্য এটি এম আনিসুর রহমান লিটন, খালেকুজ্জামান পানু, রতন ভুইয়া, জাহিদুল আলম বেনু, মোস্তাকুল ইসলাম মোস্তাক, মতিয়র রহমান, শহিদুল পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান মিলন ও গোলজার হোসেনসহ অন্যান্যরা।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান করা হয়।