রাজশাহীর বাঘা উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার তেঁথুলিয়া শিকদারপাড়া গ্রামের রাস্তার পাশ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে জহুরুল ইসলাম (২৮) নামের ওই যুবকের নিখোঁজ হওয়ার বিষয়ে বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জহুরুলের বাড়ি বাঘা উপজেলার মনিগ্রাম মধ্যপাড়া গ্রামে। তিনি পানিকামড়া এলাকার একটি মোবাইল ফোনের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতেন। মঙ্গলবার বিকেল থেকে তার মোবাইল বন্ধ ছিল।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বুধবার সকালে শিকদারপাড়া গ্রামের একটি নির্জন রাস্তার পাশে জহুরুলের মোটরসাইকেলটি দেখতে পায় স্থানীয়রা। মোটরসাইকেলের ওপর মোবাইলের একটি কার্টুন ছিল। তবে ভেতরে কোনো মোবাইল ছিল না।
তিনি জানান, মোটরসাইকেলের পাশেই পড়ে ছিল একটি হাসুয়া (বটি)। একটু দূরেই পরে ছিল জহুরুলের লাশ। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক সুরতহালের পর ওসি নজরুল জানান, জহুরুলের শরীরে জখমের দাগ রয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা জানান, মঙ্গলবার বিকেল থেকে জহুরুলের ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। পরে পরিবারের লোকজন বিষয়টি থানায় জানায় ও জিডি করে।
ওসির ধারণা, টাকা বা মোবাইল ফোন ছিনতাই করার জন্য এ ঘটনা ঘটতে পারে। তবে জহুরুলের মোবাইল ও মোটরসাইকেল ছিনতাই হয়নি।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাণিজ্য প্রতিদিন/এম জি