চাঁদপুরের শাহরাস্তির কালিয়াপাড়া কাপড় ব্যবসায়ী কামাল হোসেন থেকে চাঁদা না পেয়ে কামালের ওপর নৃশংস সন্ত্রাসী হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন করেছে হকার্স ব্যবসায়ীরা।
২৫ নভেম্বর সোমবার বিকেলে কালিয়াপাড়া বাজার হকার্স মালিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী নেতা মোঃ কামাল হোসেনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। মানববন্ধনে উপস্থিত হয়ে পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের বলেন সিএ , কালিয়াপাড়া বাজারে কোন প্রকার চাঁদাবাজি করতে দেয়া হবে না। বাজারের ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন এসকল অপরাধীরা সাধারণ ব্যাবসায়ীদের নিকট চাঁদাবাজি করছে, চাঁদা না পেয়ে তাদের উপর হামলা করছে, আমরা পুলিশ প্রশাসনকে অবহিত করেছি তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এসময় বাজার ব্যবসায়ীরা নিরাপদে তাদের ব্যাবসা পরিচালনার জন্য প্রশাসনের হস্তক্ষেপে কামনা করেন। উল্লেখ্য গত ২২ নভেম্বর রাতে নায়নগর গ্রামের শের মোহাম্মদ মীরের ছেলে মোহাম্মদ আলী (৩২), কালিয়াপাড়া গ্রামের
মৃত ফজলুল হকের ছেলে সফিউল হক শিশির (২৭), পূর্ব শুয়াপাড়া গ্রামের মোঃ বিল্লাল হোসেনের ছেলে আরিফ (৩৫), পূর্ব শুয়াপাড়া কবির হোসেনের ছেলে মোঃ বোরহান(৩০) ও অজ্ঞাত ৩-৪ জন সঙ্ঘবদ্ধ দল ব্যাবসায়ী কামাল হোসেনের নিকট ২০ লক্ষ্য টাকা চাঁদা দাবি করে কামাল হোসেন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বেদম মারধর করা হয়। এ বিষয়ে কামাল হোসেন বাদী হয়ে উপরুক্তদের বিবাদী করে শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এনজে