Top
সর্বশেষ

রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা

২৬ মার্চ, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ণ
রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা
নিজস্ব প্রতিবেদক :

মহান স্বাধীনতা দিবস আজ
রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা
স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো – নির্মলেন্দু গুণ এ কবিতায় তিনি লিখেছেন,

‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম৷’
সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের৷

আমাদেরকে শত্রুর কাছ থেকে  স্বাধীনতা ছিনিয়ে আনতে হয়েছে। ত্রিশ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু, কাঁদানে গ্যাস, রাইফেল, মিশিনগান আমাদের ফেরাতে পারেনি। আমরা এসেছি। এসেই ক্ষান্ত হইনি। আমরা বিজয়  ছিনিয়ে এনেছি। আমরা যুদ্ধ করেছি। আজ থেকে ৫১ বছর আগে একাত্তরের এই দিনে যে যুদ্ধের সূচনা হয়েছিল। সেই থেকে মার্চের ২৬ তারিখ আমাদের স্বাধীনতা দিবস।

৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু বলেছেন, আর যদি একটা গুলি চলে, যদি আমার লোকদের হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ- ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা হবে। আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা রাস্তাঘাট বন্ধ করে দেবে।  তিনি সেদিন শাসকদের দিকে আঙুল তুলে আরও বলেছেন, সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না। মরতে যখন শিখেছি আর কেউ আমাদেরকে দমাতে পারবে না। বঙ্গবন্ধু কৌশলে গেরিলা যুদ্ধের কথাই বলেছেন তার সেই ঐতিহাসিক ভাষণে।

পাকিস্তানিরা বাঙালিদের ওপর একটি অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। ১৯৭১ সালে মার্চের ওই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে দেশকে পাকিস্তানি শাসকদের কবল থেকে মুক্ত করে নিয়েছিলেন। ২৬ মার্চ সূচনা হয়েছিল বাঙালির মুক্তিযুদ্ধ। পাকিস্তানি শোষকের হাত থেকে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার দামাল ছেলেরা। এরই ধারাবাহিকতায় নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর অর্জিত হয়েছিল স্বাধীনতা ও সার্বভৌমত্ব।

স্বাধীনতা দিবস উপলক্ষে পৃথক বানী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে  রাষ্ট্রপতি তার বিবৃতিতে বলেন, ‘এই দিনে আমি পরম শ্রদ্ধার  সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিতে নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণ চালালে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।’

আবদুল হামিদ সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। এছাড়া তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও সমর্থক, বিদেশি বন্ধু এবং সর্বস্তরের জনগণকে, যারা অধিকার আদায় ও মুক্তি-সংগ্রামে বিভিন্নভাবে অবদান রেখেছেন।

বঙ্গবন্ধু সবসময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখতেন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘তাঁর (বঙ্গবন্ধুর) সেই স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ  উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, গড় আয়ু বৃদ্ধিসহ আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। দারিদ্র্যের হার কমছে। এক দশকে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে তিনগুণ।’

প্রধানমন্ত্রী তার বিবৃতিতে বলেন, ‘আমি গভীরভাবে বিশ্বাস করি, আমরা দেশে উন্নয়নের যে গতিধারা সৃষ্টি করেছি, তা অব্যাহত থাকলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ অচিরেই একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।’ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে সব বাংলাদেশিকে ভেদাভেদ ভুলে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে লালন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, আত্মপ্রত্যয়ী ও আত্মমর্যাদাশীল ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণে অংশগ্রহণ করার আহ্বানও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ, একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হলেও ১৯৪৭ সালে দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টির পর থেকেই তরুণ ছাত্রনেতা শেখ মুজিব এই ভূখণ্ডে একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। দিনে দিনে পাকিস্তানিদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যমূলক মনোভাব স্পষ্ট হয়ে উঠেছিল। শেখ মুজিব যেকোনও ত্যাগের বিনিময়ে বাঙালিদের অধিকার ও আত্মমর্যাদা রক্ষার প্রশ্নে অটল থেকেছিলেন। তাঁর অত্যন্ত সুদূরপ্রসারী চিন্তার ফসল ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, যে সংগঠন দুটির সৃষ্টি থেকে শুরু করে তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ’৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ, ’৬২-এর আইয়ুববিরোধী আন্দোলন, ’৬৬-এর ছয় দফা, ’৬৯-এর গণঅভ্যুত্থানসহ সব আন্দোলন-সংগ্রামে এ সংগঠন দুটির ভূমিকা ছিল অপরিসীম। গণরোষের মুখে আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলা সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করতে বাধ্য হয়েছিল।’

তিনি বলেন, ‘শেখ মুজিব হয়ে উঠেছিলেন বাঙালির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর, বঙ্গবন্ধু। ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঘোষণা করেছিলেন, ‘আজ হতে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় এ দেশটির নাম হবে পূর্ব পাকিস্তানের পরিবর্তে শুধু বাংলাদেশ।  বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ ’৭০-এর নির্বাচনে জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু, পাক-সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে টালবাহানা শুরু করে। শেখ মুজিব অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে দীর্ঘ ২৩ বছরের শাসন-শোষণ থেকে মুক্তির লক্ষ্যে সুনির্দিষ্ট রূপরেখা প্রদান করেন। ২৩ মার্চ সারা দেশে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়’, বলেন প্রধানমন্ত্রী ।

শেখ হাসিনা বলেন, ‘‘একাত্তরের ২৫ মার্চ মধ্য রাতে পাকিস্তানি সৈন্যরা ‘অপারেশন সার্চ লাইট’-এর নামে ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের হত্যা করতে শুরু করে। ২৬ মার্চ প্রথম প্রহরে শেখ মুজিবকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার আগেই তিনি স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন। বাঙালির জননেতাকে পাকিস্তানের মিয়াওয়ালি কারাগারে বন্দি করে অমানুষিক নির্যাতন চালায়। জাতির পিতার ডাকে বাংলার মুক্তিপাগল জনতা ‘জয় বাংলা’ স্লোগানে উজ্জীবিত হয়ে যার যা কিছু আছে, তাই নিয়ে দেশমাতৃকার মুক্তির জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ১৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে মন্ত্রী করে মুজিবনগর সরকার শপথগ্রহণ করে। পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য সারা দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় এবং একজন প্রধান সেনাপতি নিয়োগ করা হয়। দীর্ঘ ৯ মাস সশস্ত্র যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শত্রুমুক্ত হয়।’’

স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে দেশের আপামর জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, ‘স্বাধীনতা ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা বাংলাদেশের বাঙালি ও অন্যান্য জাতিগোষ্ঠীর ইতিহাসের শ্রেষ্ঠতম অর্জন। স্বাধীনতা শুধুমাত্র পরাধীনতার নাগপাশ থেকেই মুক্তি দেয়নি, স্বাধীনতা আত্মপরিচয় প্রতিষ্ঠিত করে দিয়েছে।’

তারা বলেন, ‘স্বাধীনতা আত্মপরিচয় ও আত্মশক্তিতে বলীয়ান হয়ে জাতীয় অগ্রগতি-উন্নয়ন-বিকাশের স্বর্ণদ্বার খুলে দিয়েছে। স্বাধীনতার পথ বেয়েই বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে এবং বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।’

দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। এক বার্তায় তারা বলেন, ‘আজকের এই ঐতিহাসিক দিবসটি উদযাপনের সময় শুধু মনে হয় বিজয় দিবস, স্বাধীনতা দিবসটা আরও আনন্দময় ও তাৎপর্যবহ হতে পারতো যদি মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং অঙ্গীকার অনুযায়ী আমরা দেশটাকে গড়ে তুলতে পারতাম। দুর্ভাগ্য যে স্বাধীনতার পঞ্চাশ বছর পরও আমরা আমাদের মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত।’

এক বাণীতে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল দেশবাসীকে মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন। চেয়ারম্যান বলেন, ‘বাঙালি জাতি অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেনি। ’৭১ এর ২৬ মার্চ বীর বাঙালি যেভাবে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তা বিশ্ব ইতিহাসে অনন্য।

তিনি আশা প্রকাশ করেন, মহান স্বাধীনতার চেতনা বুকে ধারণ করে জাতি বিরাজমান সকল সমস্যা কাটিয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। এ লক্ষ্যে তিনি সকল দেশপ্রেমিক শক্তিকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

শেয়ার