Top

ধর্ষণে কুমারিত্ব পরীক্ষা: নিষিদ্ধ করল পাকিস্তানের আদালত

০৬ জানুয়ারি, ২০২১ ৪:২০ অপরাহ্ণ
ধর্ষণে কুমারিত্ব পরীক্ষা: নিষিদ্ধ করল পাকিস্তানের আদালত

ধর্ষণের শিকার নারীদের কুমারিত্ব পরীক্ষার ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ করেছে পাকিস্তানের একটি আদালত।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি আদালত এই রায় দিলে সিদ্ধান্তকে স্বাগত জানায় মানবাধিকারকর্মীরা।

এই নিষেধাজ্ঞা কার্যকর হবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। ফলে, সেখানে ধর্ষণের ঘটনায় কোনও নারীকে ‘টু ফিঙ্গার টেস্ট’-এর মতো পরিস্থিতির সম্মুখীন হতে হবে না।

লাহোর হাইকোর্টের বিচারক আয়েশা মালিক বলেন, এ ধরনের পরীক্ষা ‘অসম্মানজনক’ এবং ফরেনসিক মূল্য ছিল না। মানবাধিকারকর্মীদের করা দুটি পিটিশনের ভিত্তিতে এই রায় আসল।

এদিকে ধর্ষণের ঘটনায় কুমারিত্ব পরীক্ষা বন্ধের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন মানবাধিকারকর্মীরা। বিশেষ করে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কোনও নারী আবারও যেন বিড়ম্বনায় না পড়েন, তা চাচ্ছিলেন তারা।

জানা গেছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশেও এ ধরনের পিটিশন ঝুলে আছে। সেখানেও মানবাধিকারকর্মীরা কুমারিত্ব পরীক্ষা বন্ধের দাবি জানিয়ে আসছেন বহুদিন ধরে।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার