১৯৭৫ সালের ১৫ আগস্টের শোকাবহ ঘটনাকে উপজীব্য করে বাংলাদেশ পুলিশ নাট্যদলের প্রযোজনায় জেলা পুলিশের আয়োজনে ৬৫ তমে জয়পুরহাটে মঞ্চায়িত হলো নাটক ‘অভিশপ্ত আগস্ট’।
রবিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সার্কিট হাউজ মাঠ প্রাঙ্গনে নাটকটি মঞ্চায়িত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. নূর ইসলাম, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, আওয়ামী লীগের জেলার নেতৃবৃন্দ, সকল উপজেলা চেয়ারম্যান, সকল মেয়র, বীর মুক্তিযোদ্ধাগণ।
উল্লেখ্য যে, ১৯৭৫ সালের ১৫ আগস্টের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশ নাট্যদল গত বছরে ৩১ জুলাই প্রথম রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ অডিটোরিয়ামে মঞ্চায়িত করে বিশেষ এই নাটকটি।
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম-পিপিএম-বার) এর নির্দেশনা ও পরকিল্পনায় ৭০ মিনিটের এই নাটকে অংশগ্রহণ করেন বাংলাদশে পুলিশের একদল নাট্যকর্মী।
নাটকটিতে চরিত্র রয়েছে ৩২টি। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা করছেনে নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমান।
নাটকটি দেখে উপস্থিত দর্শক-শ্রোতা এবং অতিথিরা আবেগে আপ্লুত হয়ে উঠেন এবং এ ধরনের নাটক মঞ্চায়িত করার জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আগামীতে এই ধারা অব্যাহত রাখারও অনুরোধ জানান।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোসফেকুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, মহিলা আ’লীগের সভাপতি শাম্মীম আজিজ সাজ, সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফসার আলী মন্ডল, জেলার বিভিন্নস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ জনসাধারণ উপস্থিত ছিলেন।