Top
সর্বশেষ

রমজানে ব্যাংক খোলা সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা

২৮ মার্চ, ২০২২ ৬:৫৯ অপরাহ্ণ
রমজানে ব্যাংক খোলা সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা
নিজস্ব প্রতিবেদক :

আসন্ন রমজান মাসে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

মন্ত্রিপরিষদ সভা শেষে সোমবার (২৮ মার্চ) বিকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে করোনার কারণে ক্যাবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হতেন, তবে আজ তিনি সশরীরে মিটিংয়ে উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির রমজানে ব্যাংক খোলা রাখার সূচি জানান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ বা ৪ এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে ব্যাংক খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজানের সরকারি অফিসের সময়সূচি হলো ৯টা থেকে সাড়ে ৩টা। বাংলাদেশ ব্যাংক সাড়ে ৯টা থেকে ৪টা পর্যন্ত করেছে। বৈঠকে গভর্নর ছিলেন, তিনি যা বললেন- যাতে একসঙ্গে সব না হয়।

রমজানে আদালতের সময় তো ভিন্ন হবে- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোর্টেরটা আমি জানি না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, উনি অলরেডি সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করে দিয়েছেন ব্যাংক।

শেয়ার