মালয়েশিয়ায় সফররত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ মঙ্গলবার দেশটির পুলিশ প্রধান ইন্সপেক্টর জেনারেল অ্যাক্রিল সানি বিন হাজ আবদুল্লাহ সানির সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন।
বৈঠকে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের শ্রমিকদের হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা বাড়ানো হবে বলে মালয়েশিয়ার পুলিশ প্রধান বাংলাদেশের পুলিশ প্রধানকে আশ্বস্ত করেন।
মঙ্গলবার (২৯ মার্চ) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশের আইজিপি মালয়েশিয়ার আইজিপিকে উভয় দেশের মধ্যে বর্তমান প্রশিক্ষণ সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। দুই দেশের পুলিশ প্রধান বাংলাদেশ ও মালয়েশিয়ার পুলিশের মধ্যে সক্ষমতা বৃদ্ধি, রিয়েল টাইম ইন্টেলিজেন্স শেয়ারিং, কাউন্টার টেরোরিজম ও সাইবার ক্রাইম দমনে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে সম্মত হয়েছে।
বাংলাদেশের আইজিপি মালয়েশিয়ায় চার দিনব্যাপী (২৮ থেকে ৩১ মার্চ) অনুষ্ঠিত ‘ডিফেন্স সার্ভিসেস এশিয়া-২০২২ ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া-২০২২’ প্রদর্শনীতে অংশ নিতে এক সরকারি সফরে সোমবার রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।