Top
সর্বশেষ
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ফের নিহত ১৯ চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক

অপহরণের চার দিন পর উদ্ধার মাদ্রাসা ছাত্র

৩১ মার্চ, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ
অপহরণের চার দিন পর উদ্ধার মাদ্রাসা ছাত্র
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় অপহরণের চার দিন পর র‌্যাবের অভিযানে অপহৃত মাদ্রাসা ছাত্র মো: নাঈম (১৩) উদ্ধার হয়েছে। ভবৃহস্পতিবার দুপুরের দিকে কুষ্টিয়ার পোড়াদহ স্কুল মাঠের পাশ থেকে র‌্যাব সদস্যরা তাকে উদ্ধার করে।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার ইলিয়াস খান জানান, মাদ্রাসা ছাত্র নাঈমকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হচ্ছে এমন একটি অভিযোগ পেয়ে র‌্যাবের একটি চৌকস অভিযানিক দল তাকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের জন্য মাঠে নামে। অপহরণকারীদের মোবাইল নাম্বার ট্রাকিং করার পর বৃহস্পতিবার দুপুরে অপহৃত মাদ্রাসা ছাত্র নাঈমকে উদ্ধার করা সম্ভব হয়। অপহরণকারীদের গ্রেফতারের জন্য অভিযান এখনো চলমান রয়েছে।

প্রসঙ্গত গত রবিবার (২৭ মার্চ) বিকেলের পর থেকে নাঈমকে কোথাও খুঁজে না পেয়ে সোমবার কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা নাছরিন খাতুন। অপহৃত নাঈমের মা নাছরিন খাতুন সাংবাদিকদের জানান, অপহরণকারীরা মোবাইল ফোনে বিভিন্ন সময় হুমকী ধামকী দিয়ে আসছিলেন।

কুষ্টিয়া শহরতলীর জুগিয়া মাঠপাড়া গ্রামের দিন মজুর মিল্টন শেখ ও নাছরিন খাতুন দম্পতির সন্তান মোঃ নাঈম (১৩)। সে পার্শবর্তী জুগিয়া পালপাড়া এলাকার লাল মোহাম্মদ হাফেজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। নাঈমের মা নাছরিন খাতুন তিন বেলা বাড়ি থেকে মাদ্রাসায় গিয়ে নাঈমের জন্য খাবার দিয়ে আসেন। সর্বশেষ রবিবার বিকেলে পরিবারের সদস্যদের সাথে সর্বশেষ নাঈমের সাক্ষাত হয়। এরপর থেকে তাকে কোথাও খুঁজে না পেয়ে পরদিন সোমবার কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেন নাঈমের মা নাছরিন খাতুন। নিখোঁজের পর থেকেই অপহরণকারীরা মোবাইল ফোনে পরিবারের সদস্যদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।

শেয়ার